Connect with us
ক্রিকেট

মাইলফলক স্পর্শ করলেন মাহমুদউল্লাহ

Mahmudullah Riyad
মাহমুদউল্লাহ রিয়াদ। ছবি- গুগল

নিউজিল্যান্ডে সাথে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে মাঠে নেমেছে বাংলাদেশ। এরআগে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৪৯ রান করেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। এতে তার নামের পাশে যুক্ত হয়েছিল ৪৯৯৯ রান।

আজ সিরিজের শেষ ওয়ানডে মাঠে নামার আগেই হাতছানি দিচ্ছিল নতুন মাইলফলক। মাত্র এক রান করতে পারলেই ৫ হাজারি ক্লাবের সদস্য বনে যাবেন তিনি।

শেষ ওয়ানডেতে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে টাইগাররা। এ দিন ছয় নম্বরে ব্যাট করতে নেমে এক রান করে রেকর্ড বইয়ে নাম লেখান মাহমুদউল্লাহ। চতুর্থ বাংলাদেশি হিসেবে এই মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

উল্লেখ্য, ২২১ ওয়ানডেতে ১৯১ ইনিংস খেলে এই রান করেছেন মাহমুদউল্লাহ। যেখানে রয়েছে ৩ টি সেঞ্চুরি ও ২৭ টি ফিফটি। ২০১৫ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ ১২৮ রানের ইনিংস খেলেছিলেন তিনি।

আরও পড়ুন: গভীর রাতে পাপনের বাসায় গিয়ে কী আলোচনা করলেন সাকিব?

ক্রিফোস্পোর্টস/২৬সেপ্টেম্বর২৩/এমএ 

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট