Connect with us
ক্রিকেট

বিশ্বকাপে নতুন রেকর্ড গড়লেন সাকিব

shakib
সাকিব আল হাসান। ছবি- সংগৃহীত

ক্রিস গেইল এবং জয়সুরিয়াকে টপকে বিশ্বকাপে সর্বোচ্চ রানের হিসাবে এখন ষষ্ঠ স্থানে উঠে এসেছেন সাকিব আল হাসান। আজ নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে ৩ চার ও ২ ছক্কায় ৪০ রানের ইনিংস খেলেন সাকিব আল হাসান। এই ইনিংসের মাধ্যমে রেকর্ডটি গড়েন তিনি।

ওয়ানডেতে বর্তমানে বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব। বিশ্বকাপেও রঙিন তার পারফরমেন্স। রেকর্ড বুকের নানা পাতায় রয়েছে তার নাম। ৫টি বিশ্বকাপ খেলা সাকিবের নামের পাশে ছিল ১ হাজার ১৬১ রান এবং ৩৮ উইকেট। বিশ্বকাপ ইতিহাসের সেরা অলরাউন্ডার এখন বাংলাদেশের এ তারকা ক্রিকেটার। ইমরান খান, কপিল দেবের মত কিংবদন্তিরাও রয়েছে সাকিবের পরে।

৩৮টি উইকেট শিকারি সাকিব বল হাতে বিশ্বকাপের সেরা বোলারদের মধ্যে আছেন ১২তম স্থানে। ব্যাট হাতেও এবার তিনি পিছনে ফেললেন গেইল, জয়সুরিয়াদের। ২০০৩ থেকে ২০১৯ পর্যন্ত মোট ৫টি বিশ্বকাপ খেলা ক্রিস গেইলর রান সংখ্যা ১ হাজার ১৮৬। শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক জয়সুরিয়াও খেলেছেন ৫ টি বিশ্বকাপ। ১৯৯২ থেকে ২০০৭ পর্যন্ত মোট ৩৮টি বিশ্বকাপ ম্যাচ খেলে সর্বমোট ১ হাজার ১৬৫ রান করেছেন বিশ্বকাপ জয়ী এ তারকা। উইকেট শিকার করেছেন মোট ২৭ টি।

নিউজিল্যান্ডের বিপক্ষে ৪০ রানের ইনিংস খেলে সাকিব টপকে গেছেন এই দুই কিংবদন্তিকে। ২০০৭ থেকে ২০২৩ পর্যন্ত বিশ্বকাপের ৫টি আসরে মাঠে নামা সাকিব এখন পর্যন্ত ম্যাচ খেলেছেন ৩১টি। এই ৩১টি ম্যাচে এখন তার রানসংখ্যা ১ হাজার ২০১। সাকিবের সামনে রয়েছেন এখন আর ৫ ব্যাটসম্যান।

শচীন টেন্ডুলকার, রিকি পন্টিং, কুমার সাঙ্গাকারা, ব্রায়ান লারা এবং এবি ডি ভিলিয়ার্স। তবে এদের অনেককেই টপকে যাওয়ার সুযোগ রয়েছে সাকিবের সামনে। এবারের বিশ্বকাপ অন্তত আরও ৬টি ম্যাচ পাবে বাংলাদেশ। সেখানে ব্যাট হাতে ধারাবাহিক হতে পারলেই নিজেকে আরও উপরে নিয়ে যেতে পারবেন টাইগার অধিনায়ক।

আরও পড়ুন: ধর্মশালার পর এবার চেন্নাইয়েও আছেন তামিম

ক্রিফোস্পোর্টস/১৩অক্টোবর২৩/এমকে/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট