Connect with us
ক্রিকেট

ধর্মশালার পর এবার চেন্নাইয়েও আছেন তামিম

Tamim iqbal
তামিম ইকবাল। ছবি- গুগল

ভারত বিশ্বকাপে তামিম ইকবালকে দল থেকে বাদ দেয়ার ঘটনা তো সবারই জানা। তার জায়গায় দলে নেয়া হয় সদ্য অভিষিক্ত তরুণ ওপেনার তানজিদ তামিমকে। যদিও বিশ্বকাপে টানা ৩ ম্যাচেই ব্যর্থ জুনিয়র তামিম। বিশ্বকাপে বাংলাদেশের হয়ে মাঠে দেখা না গেলেও বাংলাদেশের ম্যাচের গ্যালারিতে ঠিকই দেখা যাচ্ছে তামিম ইকবালকে। বাংলাদেশের সমর্থকদের আনা প্লেকার্ড, ফেস্টুন কিংবা পোস্টারে দেখা মিলছে দেশ সেরা এই ওপেনারের। 

আফগানিস্তানের বিপক্ষে খেলা প্রথম ম্যাচে ধর্মশালার গ্যালারিতে ভক্ত-সমর্থকদের আনা প্লেকার্ড, পোস্টারে তামিম ইকবালের ছবি দেখা যায়। পরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচেও গ্যালারিতে একই কাণ্ড চোখে পড়ে। ওই ম্যাচে তামিম-সাকিব ভাই ভাই লেখা সম্বলিত পোস্টারও দেখা যায়।

ধর্মশালার পাঠ শেষ করে সাকিবরা আজ চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে লড়াই করছে। সবশেষ খবর, ৩০ ওভারে ৫ উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ ১৫২ রান। আজ কিউইদের বিপক্ষেও বাংলাদেশের ওপেনাররা ব্যর্থ। তবে বিগত দুই ম্যাচের মত আজকের ম্যাচের গ্যালারিতেও তামিম ইকবালের দেখা মিলল। তার ছবি সম্বলিত পোস্টার নিয়ে আজও অনেককেই গ্যালারিতে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

আজ নিজেদের দ্বিতীয় জয়ের লক্ষ্যে কিউইদের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ। গত ম্যাচের একাদশ থেকে একজন পরিবর্তন করে মাঠে নেমেছে তারা। শেখ মেহেদীর জায়গায় আজ দলে আছেন মাহমুদুল্লাহ।

অন্য দিকে আজকের ম্যাচে নিউজিল্যান্ডও একাদশে পরিবর্তন এনেছে। আগের ম্যাচেই ৭০ রানের ইনিংস খেলা উইল ইয়ং এর জায়গায় একাদশে ফিরেছেন কিউই ক্যাপ্টেন কেন উইলিয়ামসন।

আরও পড়ুন: কুইন্টন ডি ককে উড়ছে দক্ষিণ আফ্রিকা

ক্রিফোস্পোর্টস/১৩অক্টোবর২৩/এমএস/এসএ 

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট