Connect with us
ক্রিকেট

অলিম্পিকে যুক্ত হতে যাচ্ছে ক্রিকেট

cricket in olympic
২০২৮ অলিম্পিক থেকে যুক্ত হবে ক্রিকেট। ছবি- সংগৃহীত

যেকোনো স্পোর্টসম্যানের জন্য অলিম্পিক খেলা, স্বর্ণ জয় করা স্বপ্ন। ২০২০ সালে মোট ৩৩টি খেলা নিয়ে অনুষ্ঠিত হয়েছিল টোকিও অলিম্পিক। তবে সেখানে ছিল না ক্রিকেট। তবে ক্রিকেট প্রেমীদের জন্য রয়েছে সুসংবাদ। ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস এ অনুষ্ঠিত হতে যাওয়া অলিম্পিক থেকে যুক্ত হবে ক্রিকেট।

কিছুদিন ধরেই আলোচনা চলছিল অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তি নিয়ে। আগেই টি-টোয়েন্টি ক্রিকেটকে অলিম্পিকে অন্তর্ভুক্ত করার ব্যাপারে সুপারিশ করেছিল অলিম্পিকের স্থানীয় সাংগঠনিক কমিটি। আজ ভারতের মুম্বাইয়ে অলিম্পিকের এক নির্বাহী বোর্ড সভায় সুপারিশপত্রটি গ্রহণ করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি।
এরপরের কার্যক্রমগুলো সম্পন্ন করার জন্য সিদ্ধান্ত নেয়া হবে আইওসি’র ভোটের মাধ্যমে। ক্রিকেটের সঙ্গে ২০২৮ সালের অলিম্পিকে সংযুক্ত হবে আরও ৪টি ক্যাটাগরির খেলা। সেগুলো হলো- বেসবল, ফ্ল্যাগ ফুটবল, ল্যাক্রোজ ও স্কোয়াশ।

এক সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) সভাপতি টমাস বাচ বলেছেন, ‘এ ৫টি খেলাই আমেরিকার ক্রীড়া সংস্কৃতির সাথে সঙ্গতিপূর্ণ এবং এলএ ২৮ অলিম্পিকের সাধারণ নীতির সাথেও সম্পূর্ণ সঙ্গতিপূর্ণ।’

অলিম্পিকে ক্রিকেটকে অন্তর্ভুক্তির ফলে ক্রিকেট খেলোয়াড় এবং এর সঙ্গে ক্রিকেট ভক্তরাও অলিম্পিক নিয়ে আগ্রহ প্রকাশ করবেন বলে মনে করেন তিনি ক্রীড়াবিদরা যোগদান করবেন। খেলোয়াড়দের সাথে অলিম্পিকে যুক্ত হবে ভক্তরাও।

অলিম্পিকে যে ইতিপূর্বে কখনই ক্রিকেট ছিল না তেমনটি নয়। ১৯০০ সালের আগের অলিম্পিক গুলোতে ক্রিকেট খেলার আয়োজন ছিল। এরপর অলিম্পিক থেকে মুছে যায় জনপ্রিয় এ খেলার নাম। তবে ১৯৮৬ সালে অ্যাথেন্স অলিম্পিকে ক্রিকেটকে রাখা হলেও শেষ পর্যন্ত পর্যাপ্ত দলের অংশগ্রহণ না থাকায় সেবার মাঠে গড়ায়নি এ খেলা।

আরও পড়ুন: ধর্মশালার পর এবার চেন্নাইয়েও আছেন তামিম

ক্রিফোস্পোর্টস/১৩অক্টোবর২৩/এমকে/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট