Connect with us
ফুটবল

নারী ভক্তকে জড়িয়ে ধরে দুঃসংবাদ পেলেন ইরানের ফুটবলার

Iranian football player received bad news for hugging a female fan
নারী ভক্তকে জড়িয়ে ধরায় নিষিদ্ধ হলেন হোসেইন হোসেইনি। ছবি- সংগৃহীত

ভক্ত-সমর্থকরা প্রায়ই খেলার মাঠের নিরাপত্তা কর্মীদের চোখ ফাঁকি দিয়ে নিজের প্রিয় খেলোয়াড়কে জড়িয়ে ধরতে ছুঁটে আসেন। এমন দৃশ্য প্রায় সব ধরনের খেলায় দেখা যায়। তবে এবার নারী ভক্তকে জড়িয়ে ধরায় নিষিদ্ধ হয়েছেন ইরানের এক ফুটবলার।

ইরানের সংবাদপত্র ‘দৈনিক খবর ভারজেশি’র বরাতে জানা যায়, ইরানের ইমাম খোমেইনি স্টেডিয়ামে পারসিয়ান গালফ প্রো লিগে মুখোমুখি হয় ইরানিয়ান ক্লাব অ্যালুমিনিয়াম আরাক ও এস্তেগলাল।

সেই ম্যাচে নিরাপত্তা কর্মীদের চোখ ফাঁকি দিয়ে এস্তেগলালের এক নারী ভক্ত মাঠে ঢুকে পড়েন। তাঁকে (নারী ভক্ত) আটকানোর চেষ্টা করেন নিরাপত্তাকর্মীরা। নিরাপত্তাকর্মীদের হাত থেকে বাঁচাতে তখন নারী ভক্তকে জড়িয়ে ধরেন এস্তেগলালের গোলকিপার হোসেইন হোসেইনি

এছাড়া নিরাপত্তাকর্মীদের সঙ্গে বাজে আচরণও করেন হোসেইনি। এমন আচরণ ও নারী ভক্তকে জড়িয়ে ধরায় নিষিদ্ধ করেছে ইরান ফুটবল ফেডারেশন।

তবে হোসেইনিকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি তাঁকে ৪ হাজার ৭০০ মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় তা ৫ লাখ ১৫ হাজার টাকা।

১৯৭৯ সালের পর দীর্ঘ সময় পর্যন্ত ইরানে নারী ভক্তদের মাঠে এসে খেলা দেখা নিষিদ্ধ ছিল। তবে ৪০ বছরেরও বেশি সময় পর ২০২২ সালে এক চ্যাম্পিয়নশিপ ম্যাচে নারী ভক্তরা মাঠে বসে খেলা দেখার অনুমতি পান।

যদিও হোসেইনির নিষিদ্ধ হওয়ার ম্যাচে এস্তেগলাল জিতেছে ১-০ গোলে। প্রথমার্ধের অতিরিক্ত সময়ের ১ মিনিটে এস্তেগলালের ফরোয়ার্ড গুস্তাভো ব্লাঙ্কো লেসচুক গোলটি করেন।

২৪ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে ইরান প্রো লিগের পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে এস্তেগলাল। ক্লাবটির জার্সিতে এখনো পর্যন্ত হোসেইনি খেলেছেন ১৯৩ ম্যাচ। ক্লিনশিট রাখতে পেরেছেন ৮৯ ম্যাচে।

আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে ধনী ফুটবল খেলোয়াড় কে?  

ক্রিফোস্পোর্টস/২৩এপ্রিল২৪/টিএইচ/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল