Connect with us
ক্রিকেট

বিশ্বকাপের জন্য মুস্তাফিজকে নিয়ে যে বার্তা দিল চেন্নাই

The message that Chennai gave about Mustafiz for the World Cup
মুস্তাফিজকে শুভকামনা জানিয়েছে চেন্নাই। ছবি- সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে গতকাল (১৫ মে) রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য দেশ ছেড়েছে বাংলাদেশ দল। সেখানে প্রথমে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। এরপরই শুরু হবে শান্ত-হৃদয়দের বিশ্বকাপ মিশন। এরই মধ্যে বাংলাদেশ দলকে শুভকামনা জানিয়েছে অনেকে। এবার মুস্তাফিজের বর্তমান আইপিএল ফ্রাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস তাকে বিশ্বকাপের জন্য শুভকামনা জানিয়েছে।

বৃহস্পতিবার (১৬ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চেন্নাই তাদের অফিশিয়াল অ্যাকাউন্টে মুস্তাফিজকে শুভকামনা জানিয়ে একটি পোস্ট দেয়। পোস্টের ক্যাপশনে লেখা ছিল, ‘মিশন কাটার, শক্তিশালী সুইং। আপনার শুভ কামনা রইল, ফিজ।’

আইপিএলের চলতি আসরে প্রথবারের মতো চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন মুস্তাফিজুর রহমান। আর আইপিএলের সবচেয়ে সফল দলের হয়ে প্রথম আসরেই বাজিমাত করেছেন কাটার মাস্টার। চেন্নাইয়ের অনেকগুলো জয়ে বল হাতে অবদান রেখে ভক্ত-সমর্থক থেকে শুরু করে ম্যানেজমেন্ট, কোচিং স্টাফেরও মন জয় করেছেন এই টাইগার পেসার।

তবে জাতীয় দলের খেলা থাকায় আসরের মাঝপথেই দেশে ফিরতে হয়েছে মুস্তাফিজকে। দেশে ফেরার আগে চেন্নাইয়ের হয়ে ৯ ম্যাচ খেলে ১৪ উইকেট শিকার করেছেন এই বাঁহাতি পেসার।

দেশে ফিরে আসলেও মুস্তাফিজকে বিশ্বকাপের জন্য শুভকামনা জানাতে ভোলেনি তার ফ্রাঞ্চাইজি। বিশ্বকাপে বাংলাদেশের হয়ে বল হাতে কাটার এবং শক্তিশালী সুইং দিয়ে দলের জয়ে যেন অবদান রাখতে পারেন সেই প্রত্যাশাই করছে দলটি।

আরও পড়ুন: মেসিকে না খেলানোর ব্যাখ্যা দিলেন মায়ামি কোচ মার্তিনো

ক্রিফোস্পোর্টস/১৬মে২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট