Connect with us
ক্রিকেট

ধোনির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে যে বার্তা দিয়ে রাখলেন মুস্তাফিজ

Mustafiz_Dhoni
মুস্তাফিজুর রহমান ও এমএস ধোনি। ছবি- সংগৃহীত

চলমান আইপিএলে বল হাতে দুর্দান্ত খেললেও আসরের মাঝপথেই দেশে ফিরে আসতে হয়েছে মুস্তাফিজুর রহমানকে। জাতীয় দলের হয়ে খেলা থাকায় চেন্নাই সুপার কিংসের এই বাংলাদেশি পেসার পুরো মৌসুম ধোনিদের হয়ে খেলতে পারছেন না। চেন্নাইয়ের সফলতম বোলারের আইপিএল শেষ হয়েছে পরশু পাঞ্জাবের বিপক্ষে ম্যাচ খেলার মধ্য দিয়ে। গতকাল দেশে ফিরেই আজ চেন্নাইয়ের সফলতম অধিনায়ক ধোনিকে কৃতজ্ঞতা জানিয়ে ফেসবুকে পোস্ট দিলেন ফিজ।

এবারের আইপিএলের আগে ২০২৩ সালের ডিসেম্বরে মিনি নিলাম থেকে ভিত্তি মূল্য ২ কোটি রুপিতে মুস্তাফিজকে দলে ভেড়ায় চেন্নাই। যদিও তাকে ঠিক মতো সুযোগ দেওয়া হবে কি না এ নিয়ে অনেকের মনেই সংশয় ছিল।

এর অবশ্য যথোপযুক্ত কারণও ছিল কেননা আইপিএলের আগে বছরখানেক ধরে বল হাতে মোটেই ভালো সময় কাটাচ্ছিলেন না এই টাইগার পেসার।

কিন্তু চেন্নাইয়ে যোগদানের পর থেকেই নিজের পুরনো রূপের ঝলক দেখাতে শুরু করেন ফিজ। প্রথম ম্যাচে সুযোগ পেয়েই ২৯ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়ে হয়ে যান ম্যাচসেরা।

এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি মুস্তাফিজকে। চেন্নাই দলে নিয়মিত সুযোগ পেয়েছেন বাঁ হাতি পেসার, হয়ে ওঠেন পেস আক্রমণে ভরসার প্রতীক। ফিজকে তার উপর রাখা আস্থার প্রতিদান দিয়ে গেছেন নিয়মিত উইকেট শিকার করে।

মুস্তাফিজের আইপিএলে গিয়েই আবার পুরোনো ফর্মের ঝলক দেখানোর পেছনে দলের কোচিং স্টাফসহ সাবেক কাপ্তান মহেন্দ্র সিং ধোনির ক্রিকেটীয় বুদ্ধিমত্তার হাত রয়েছে বলে অনেকেই মনে করেন। কেননা কোন বোলারকে কিভাবে ব্যবহার করতে হবে সেটা উইকেটের পেছনে থাকা চেন্নাইয়ের সাবেক অধিনায়কের থেকে ভালো আর কেউই জানে না।

আইপিএলে বোলিংয়ের সময়ে ধোনির থেকে যে অনেক টিপস পেয়ে থাকেন কাটার মাস্টার সেটা তো ফিজ নিজেও কিছু দিন আগে স্বীকার করেছেন। কখন কিভাবে বল করতে হবে এসব ব্যাপারেও নাকি ধোনির থেকে সাহায্য পেয়েছেন টাইগার পেসার।

এসব কিছুর জন্য কৃতজ্ঞতা স্বরূপই যেন নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ধোনির সঙ্গে তার বিখ্যাত স্বাক্ষর করা ৭ নম্বর জার্সি হাতে একটি ছবি পোস্ট করেছেন মুস্তাফিজ।

পোস্টের ক্যাপশনে ধন্যবাদ জানিয়ে ফিজ লেখেন, ‘সবকিছুর জন্য ধন্যবাদ মাহি ভাই। আপনার মত কিংবদন্তির সঙ্গে এক ড্রেসিংরুম ভাগাভাগি করা আমার জন্য বিশেষ কিছু। আমার উপর সবসময় ভরসা রাখার জন্য ধন্যবাদ। আপনার দেওয়া মূল্যবান টিপস আমি সারাজীবন মনে রাখবো।’

পাশাপাশি ধোনির সঙ্গে আবারও খেলার ইচ্ছা পোষণ করে ফিজ লেখেন, ‘আপনার সাথে আবার সাক্ষাৎ করা ও খেলার জন্য মুখিয়ে আছি।’

আরও পড়ুন: মুস্তাফিজের বিদায়ের দিনে মুগ্ধতার স্ট্যাটাস চেন্নাইয়ের 

ক্রিফোস্পোর্টস/৩মে২৪/এমএস/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট