Connect with us
অন্যান্য

আন্তর্জাতিক কাবাডি: সেমিফাইনালে বাংলাদেশের সামনে কারা?

Crifo Kabbadi
বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি: সেমিফাইনালে বাংলাদেশের সামনে কারা?

ঘরের মাঠে বসেছে আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে বঙ্গবন্ধু কাপ ২০২৪। এ গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। এবার লড়াই সেমিফাইনালে। আগামীকাল রবিবার দিনের প্রথম সেমিফাইনালে বাংলাদেশের সামনে রয়েছে থাইল্যান্ড।

মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বিকেল ৪টায় ম্যাচটি শুরু হবে। সেমিফাইনাল ম্যাচ ঘিরে তেমন অনুশীলন ছিল না। শনিবার দিনের পুরো সময় হোটেলে বিশ্রামে ছিল বাংলাদেশ দল। সন্ধ্যায় জিমে ঘণ্টা দুয়েক ঘাম ঝরান খেলোয়াড়রা।

ফাইনালে যাওয়ার লড়াইয়ের আগে কোচ সুবিমল চন্দ্র দাস জানান, সেমিফাইনালে নামার জন্য দল পুরো প্রস্তুত। থাইল্যান্ড নিঃসন্দেহে ভালো দল। তবে আমরাও সেরা প্রস্তুতি নিয়ে এই টুর্নামেন্ট খেলছি। গ্রুপপর্বের মতো এই ম্যাচেও দল নিজেদের সেরাটা দিয়ে লড়বে এবং আমরা ভালো খেলে জিতেই ফাইনালে যাব।

ওদিকে স্বাগতিক বাংলাদেশকে নিয়ে ভালো প্রস্তুতির কথা জানিয়েছেন থাইল্যান্ডের ম্যানেজার রবীন্দ্র শেঠি। তিনি জানান, আগামীকাল আমাদের জন্য বড় দিন, কারণ আমরা বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের বিপক্ষে খেলব। আমরা গতবার তৃতীয় হয়েছিলাম এবং এবার নজর দেব পরিস্থিতির দিকে। নিজেদের সেরাটা দিয়ে ওদের বিরুদ্ধে লড়াইয়ের চেষ্টা করব।

বাংলাদেশ-থাইল্যান্ড প্রথম সেমিতে মুখোমুখি হওয়ার পর দিনের দ্বিতীয় সেমিতে মুখোমুখি হবে কেনিয়া ও নেপাল। সেমিফাইনালে বিজয়ী দুই দল সোমবার (৩ জুন) ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন:

সাকিবদের অসহায় বোলিং, রিশভ-হার্দিকের ঝড়ো ব্যাটিং

বিশ্বকাপের শেষ প্রস্তুতি ভালো হলো না বাংলাদেশের

ক্রিফোস্পোর্টস/১জুন২৪/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in অন্যান্য