Connect with us
ক্রিকেট

আইপিএলের প্রাইজমানি কত?

How much is the prize money of IPL?
২০২৪ আইপিএল। ছবি- সংগৃহীত

জনপ্রিয়তা আর অর্থবিত্তের দিক থেকে বিশ্বের প্রথম সারির ফ্রাঞ্জাইজি ক্রিকেট লিগ আইপিএল৷ লোভনীয় সব পুরস্কারের পাশাপাশি প্রতিবছর এখানে বসে ক্রিকেট তারাদের মেলা। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড কিংবা ওয়েস্ট ইন্ডিজসহ অন্যান্য দেশের তারকারা আইপিএলের জন্য মুখিয়ে থাকেন৷ আর আইপিএলের প্রাইজমানি লিগটিকে আরো আকর্ষনীয় করে তোলে।

২০০৮ সালে অভিষেক হওয়া আইপিএলের এরই মধ্যে পেরিয়েছে ১৬টি আসর। বর্তমানে চলছে টুর্নামেন্টির ১৭তম আসর। চলতি আসর অবশ্য অন্যান্য আসর থেকে কিছুটা ভিন্ন৷ কেননা অতীত আসরের সব রেকর্ড ভেঙে চলতি আসরে তৈরি হচ্ছে নতুন নতুন সব রেকর্ড। এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার পাশাপাশি সর্বোচ্চ রানও দেখা যাচ্ছে এই আসরে৷ সবমিলিয়ে দর্শকদের বিনোদন দিতে যথেষ্ট সফল এবারের আইপিএল৷

২০২৪ আইপিএলের প্রাইজমানি কত?

চ্যাম্পিয়ন-রানার্সআপদের জন্য কোটি টাকা

আইপিএলে চ্যাম্পিয়নদের জন্য ৩০ কোটি ভারতীয় রুপি বরাদ্দ করা হয়েছে৷ অন্যদিকে রানার্সআপ দলের ঝুলিতে যাবে ১৩ কোটি রুপি৷ বাদ যাবে না টুর্নামেন্টে তৃতীয় ও চতুর্থ হওয়া দলও৷ তৃতীয় হওয়া দল ৮ কোটি ও চতুর্থ হওয়া দল পাবে ৭ কোটি রুপি।

ব্যক্তিগত পুরষ্কারেও লাখ টাকা

ব্যক্তিগত পুরষ্কারেও এবার থাকছে লাখ টাকা৷ আইপিলের সর্বোচ্চ রান সংগ্রাহক তথা অরেঞ্জ ক্যাপের মালিক পাবে ১৫ লাখ রুপি৷ অন্যদিকে টুর্নামেন্টের সেরা উইকেট শিকারী তথা পার্পল ক্যাপের মালিকের জন্যও থাকবে সমান সংখ্যক প্রাইজ মানি।

তবে সবচেয়ে বেশি পাচ্ছেন টুর্নামেন্টের উদীয়মান ক্রিকেটার। তাঁর জন্য বরাদ্দ ২০ লাখ রুপি৷ এছাড়া সুপার স্ট্রাইকার প্লেয়ারের ঝুলিতে যাবে ১৫ লাখ রুপি৷ মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার, পাওয়ার প্লেয়ার, মেক্সিমাম সিক্সেস ও গেম চেঞ্জার প্লেয়ারের জন্য রয়েছে ১২ লাখ রুপির প্রাইজমানি৷

আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজ কি কোনো দেশ?

ক্রিফোস্পোর্টস/২৭এপ্রিল২৪/টিএইচ/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট