Connect with us
ক্রিকেট

রানবন্যার ম্যাচে দিল্লির কাছে ১০ রানে হারল মুম্বাই

IPL_Delhi Capitals vs Mumbai Indians
দিল্লি ক্যাপিটালস বনাম মুম্বাই ইন্ডিয়ান্স। ছবি- সংগৃহীত

চলতি আইপিএলে বইছে রানবন্যা। প্রায় প্রতিটি ম্যাচেই ২০০ প্লাস স্কোর গড়ছে দলগুলো। গতকাল (শুক্রবার) কলকাতা নাইট রাইডার্সের দেওয়া ২৬১ রানের টার্গেট তাড়া করে জয় তুলে নেয় পাঞ্জাব কিংস। এবার আরো একটি হাইস্কোরিং ম্যাচে জয়ের দ্বারপ্রান্তে গিয়েও অল্পের জন্য হেরে গেছে মুম্বাই ইন্ডিয়ান্স।

আজ শনিবার (২৭ এপ্রিল) আসরের ৪৩ তম ম্যাচে মুখোমুখি হয় দিল্লি ক্যাপিটালস ও মুম্বাই ইন্ডিয়ান্স। প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ২৫৭ রানের বিশাল পুজি পায় দিল্লি। জবাবে ২০ ওভার শেষে ২৪৭ রানে থামে মুম্বাই। ১০ হেরে গেছে হার্দিক পান্ডিয়ার দল।

এদিন ব্যাট করতে নেমে দুই ওপেনারের কল্যানে ঝোড়ো শুরু পায় দিল্লি। জেইক ফ্রেজার ও অভিষেক পরেলের বিধ্বংসী ব্যাটিংয়ে উদ্বোধনী জুটিতে ৪৬ বলে ১১৪ রান সংগ্রহ করে দিল্লি। ২৭ বলে ৮৪ রানের দানবীয় এক ইনিংস খেলে ফিরে যান অজি তরুণ জেইক ফ্রেজার।

আরও পড়ুন:

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওয়ার্নারকে দলে নেবে না অস্ট্রেলিয়া!

জ্যাকসনের সঙ্গে মুস্তাফিজের ছবি মিলিয়ে কিসের ইঙ্গিত দিলো চেন্নাই!

যে ৫ কারণে বিশাল রান তুলেও ঘরের মাঠে হারল কলকাতা

উসাইন বোল্ট ও গেইলের পর বিশ্বকাপের শুভেচ্ছা দূত হলেন যুবরাজ

ম্যাচের যেসব ভুলে জয়ের বন্দরে গিয়েও হারলো পাকিস্তান

এরপর আরেক ওপেনার পরেল ২৭ বলে ৩৬ রান করে ফিরে গেলে দলের হাল ধরেণ শাই হোপ ও অধিনায়ক ঋষভ পন্ত। হোপ ১৭ বলে ৪১, পন্ত ১৯ বলে ২৯ এবং শেষদিকে ট্রিস্টান স্টাবসের ২৫ বলে ৪৮ রানের ঝোড়ো ইনিংসের কল্যানে ২৫৭ রানের পাহাড়সম পুজি পায় দিল্লি।

জবাবে শুরুটা ঝোড়ো গতিতে করলেও নিয়মিত বিরতিতে উইকেট হারানোর কারণেই ম্যাচ থেকে ছিটকে যায় মুম্বাই। শুরুতে ইশান কিশানের ১৪ বলে ২০, সুর্যকুমারের ১৩ বলে ২৬ , মাঝে হার্দিক পান্ডিয়ার ২৪ বলে ৪৬ এবং তিলাক ভার্মা ও শেষদিকে টিম ডেভিডের ১৭ বলে ৩৭ রানের কল্যানে জেতার সুযোগ তৈরি করেও শেষ পর্যন্ত হেরেছে মুম্বাই।

শেষ ওভারের প্রথম বলে রানআউটের শিকার হওয়া তিলাক ভার্মা থাকলে হয়তো জিততে পারতো মুম্বাই। কেননা শেষ ওভারে মুম্বাইয়ের জয়ের জন্য প্রয়োজন ছিলো ২৫ রান। যা চলতি আইপিএলে খুব কঠিন কিছু নয়।

মুম্বাইয়ের হয়ে চারজন বোলার ১টি করে উইকেট শিকার করেছেন। আর দিল্লির হয়ে রশিখ সালাম ও মুকেশ কুমার ৩টি করে এবং খলিল আহমেদ ২টি উইকেট শিকার করেছেন।

সংক্ষিপ্ত স্কোর

দিল্লি ক্যাপিটালস: ২৫৭/৪ (২০ ওভার)

মুম্বাই ইন্ডিয়ান্স: ২৪৭/৯ (২০ ওভার)

ফলাফল: দিল্লি ১০ রানে জয়ী

আরও পড়ুন:

ইডেনে কলকাতা-পাঞ্জাব ম্যাচে ছক্কাবৃষ্টি ও রানবন্যা 

আইপিএলে কলকাতা-পাঞ্জাব ম্যাচসহ আজকের খেলা (২৬ এপ্রিল ২৪)

শান্তর সেঞ্চুরিতে জিতল আবাহনী, আর এক জয় পেলেই চ্যাম্পিয়ন

শূন্য রানে ৭ উইকেট নিয়ে রেকর্ডবুকে নাম লেখালেন, কে এই বোলার

চেন্নাইয়ে ধোনি-ব্রাভোদের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন মুস্তাফিজ

আইপিএলে হায়দরাবাদ-ব্যাঙ্গালুরু ম্যাচসহ আজকের খেলা (২৫ এপ্রিল ২৪)

ক্রিফোস্পোর্টস/২৭এপ্রিল২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট