Connect with us
ক্রিকেট

শূন্য রানে ৭ উইকেট নিয়ে রেকর্ডবুকে নাম লেখালেন, কে এই বোলার

Who is this bowler who wrote his name in the record book with 7 wickets for zero runs
রোমালিয়া৷ ছবি- সংগৃহীত

ক্রিকেট এর আগে অসংখ্য অতিমানবীয় রেকর্ডের সাক্ষী হয়েছে৷ তবে এবারই এক ভিন্ন চিত্রের সাক্ষী হলো ক্রিকেট। শূন্য রানে ৭ উইকেট নিয়ে ক্রিকেটের রেকর্ডবুকে নাম লেখালেন ইন্দোনেশিয়ার বোলার রোমালিয়া৷

বৃহস্পতিবার(২৫ এপ্রিল) বালির উদয়না ক্রিকেট ক্লাবে সিরিজের পঞ্চম টি-টোয়েন্টিতে মুখোমুখি হয় ইন্দোনেশিয়া ও মঙ্গোলিয়া নারী ক্রিকেট দল। ম্যাচটিতে মঙ্গোলিয়ার ব্যাটারদের রীতিমতো নাকানি-চুবানি দিয়েছেন রোমালিয়া৷

কোনো রান না খরচ করে একাই তুলে নিয়েছেন মঙ্গোলিয়ার ৭ উইকেট। মাত্র ৩.৩ ওভারের সেই অতিমানবীয় বোলিংয়ে দিশেহারা হয়ে পড়ে ইন্দোনেশিয়ার ব্যাটাররা৷

ম্যাচের শুরুতে ইন্দোনেশিয়ার দেওয়া ১৫২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রোমালিয়ার দাপুটে বোলিংয়ে মাত্র ২৪ রানে অলআউট হয় মঙ্গোলিয়া৷ রোমালিয়ার প্রথম শিকার হন মঙ্গোলিয়ার অধিনায়ক সেন্দসুরেন আরিউনসেতসেং।

এরপর দলটির মিডল ও লোয়ার অর্ডার ধ্বসিয়ে দেন রোমালিয়া। ফলে ১২৭ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্দোনেশিয়া নারী ক্রিকেট দল৷

শূন্য রানে ৭ উইকেট নেওয়ার কৃতিত্ব ক্রিকেট ইতিহাসে এবারই প্রথম৷ এর আগে কোনো রান দিয়ে সেরা বোলিংয়ের কীর্তি ছিল নেপালি ক্রিকেটার অঞ্জলি চাদের। ২০১৯ সালে মালদ্বীপের নারী ক্রিকেট দলের বিপক্ষে ০ রানে ৬ উইকেট নেন তিনি৷

তবে নারীদের ক্রিকেটে ৭ উইকেট নেওয়ার কৃতিত্ব এবারই প্রথম নয়৷ এর আগে নেদারল্যান্ডসের নারী ক্রিকেটার ফেডেরিক ওভারডিজক ও আর্জেন্টিনার অ্যালিসন স্টকস নেন ৭ উইকেট৷

আরও পড়ুন: চিতাবাঘের কবলে জিম্বাবুইয়ান ক্রিকেটার, বাঁচাল পোষ্য কুকুর 

ক্রিফোস্পোর্টস/২৫এপ্রিল২৪/টিএইচ/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট