Connect with us
প্লেয়ার্স বায়োগ্রাফি

দেশের হয়ে খেলার চেয়ে শান্তি অন্য কোথাও নেই: তাসকিন

Taskin ahmed
বিসিবির দ্যা গ্রিন রেড স্টোরি নামে ডকুমেন্টারিতে কথা বলেছেন তাসকিন

জাতীয় দলের ভরসার পেস বোলার তাসকিন আহমেদ। স্পিডস্টার ও ঢাকা এক্সপ্রেস খ্যাত এই বোলার এবারের বিশ্বকাপে নতুন দায়িত্ব পালন করবেন। তিনি পেস লাইনে নেতৃত্বে দেয়ার পাশাপাশি দলের সহ-সেনাপতির দায়িত্বও পেয়েছেন। এই তাসকিন জানিয়েছেন, ‌‘দেশের হয়ে খেলার চেয়ে শান্তি আর কোথাও নেই।’

বিশ্বকাপ সামনে রেখে বিসিবির দ্যা গ্রিন রেড স্টোরি নামে ডকুমেন্টারির প্রথম পর্বে ক্রিকেট নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন তাসকিন। সেখানে তিনি এই কথা বলেন।

বিশ্বকাপের পূর্বে আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানিয়ে এই স্পিডস্টার বলেন, ‘আমি দারুণ অনুভব করছি। আমি দলে আছি এবং সহঅধিনায়কও হয়েছে। একটা বিষয় আমার খুব ভালো লাগে, ২০১৯ বিশ্বকাপের আগে আমি যখন মন খারাপ করে মিরপুর থেকে চলে গেছিলাম তখন আমার জন্য দুইদিন পর বিশ্বকাপের দল ঘোষণা করেছে।এ কজন খেলোয়াড় হিসাবে আমি চেষ্টা করব এই সম্মানের মূল্য দেওয়ার।’

বাংলাদেশ দলের খেলার অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে তিনি বলেন, ‘দেশের জন্য খেলে অন্যরকম একটা গর্ব অনুভব করি। আমার জন্য এটা ব্যাখ্যা করা খুবই কষ্টকর। আমি যখন দল তিন বছর দলের বাইরে ছিলাম তখন বুঝতে পারছি দেশের হয়ে খেলার চেয়ে শান্তি আর কোথাও নেই।’

এছাড়াও তিনি খেলার পূর্বে জাতীয় সংগীত পরিবেশন করার বিষয়ে বলেন, ‘প্রত্যেকবার যখন জাতীয় সংগীত গাওয়া হয় তখন এমনও হয়েছে আমার চোখ দিয়ে পানি বের হয়েছে। এটা একটি অসাধারণ অনুভূতি। মনে হয় যে দেশের জন্য কিছু করতে মাঠে নেমেছি।প্রতিপক্ষ যতই কঠিন হোক না কেন তবুও নিজেকে ভাগ্যবান মনে হয়।’

বোলিং অ্যাকশন ত্রুটির কারণে ১৯মে ২০১৬ আইসিসি থেকে নিষিদ্ধ হন এই পেসার। তারপর আবারও দলে ফিরে আসার স্ট্রাগলের কথা জানান এই ঢাকা এক্সপ্রেস। তিনি বলেন, দলে ফেরার জন্য আমি অনেক কষ্ট করেছি। ওই সময় কোভিড ছিল। অনেক কঠিন অনুশীলন করেছি। শারীরিক এবং মানসিকভাবে ফিট হওয়ার চেষ্টা করেছি। অনেকটা ইমপ্রুভ হয়েছে, এখনো ইমপ্রুভ করার অনেক জায়গা বাকি আছে। এটা নিশ্চিত যে এটা সহজ ছিল না। আমি অনেক কঠোর পরিশ্রম করেছি। সে সময় কোভিডের কারণে অনেক মানুষ মারা গিয়েছে। আমি বাংলাদেশের হয়ে একটা ম্যাচ খেলার জন্য মরিয়া ছিলাম। আমি আর একটা বারের জন্যও লাল সবুজের জার্সি গায়ে জড়াবো। এখন আমি তিন বছর ধরে জাতীয় দলে খেলছি। ইনশাল্লাহ সামনে আরও খেলব। ‘

নিজের অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে তিনি বলেন, এখন আমার ডেলিভারি আগের চেয়ে অনেক অভিজ্ঞতা সম্পন্ন হয়েছে। আগের চেয়ে অনেক ইমপ্রুভ হয়েছে এবং অনেক অভিজ্ঞতাও অর্জন করেছি। এখন আমি যদি ইমপ্রুভ না করি তাহলে আমি আমার দেশের সাথে ক্রাইম করছি। আমার ইমপ্রুভ করার বিষয়টা খুবই স্বাভাবিক এবং আমাকে করতেই হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমাকে কত বছর ধরে বহন করছে, খেলিয়েছে এবং সুযোগ দিয়েছে। এখন আমার সময় পরবর্তী কিছু বছর দেশকে দেওয়ার, দলকে দেওয়ার। ‘

বাংলাদেশের তারকা ক্রিকেটার আসন্ন বিশ্বকাপ সম্পর্কে বলেন, আমি অনেক বিশ্বাস করি আমাদের দল অবশ্যই দ্বিতীয় রাউন্ডে যাবে। যদিও শ্রীলংকা ও সাউথ আফ্রিকা সাথে দুটো ম্যাচেই বিগ ম্যাচ। টি-টোয়েন্টি খেলা অনিশ্চয়তার খেলার। যেকোনো দল অন্য যেকোনো দলকে হারিয়ে দিতে পারে। তাই নেদারল্যান্ডস এবং নেপালকে সহজভাবে নেওয়ার কিছুই নাই।

মোস্তাফিজের সম্পর্কে মজার ছলে এই গতিদানব বলেন, আমি চাই মোস্তাফিজ এবং আমার দুজনের উইকেট বেড়ে যাক। কেউ কাউকে যেন ছাড়িয়ে যেতে না পারি। তাহলে দুজনের উইকেটই বেড়ে যাবে।

আরও পড়ুন: বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি ঘোষণা, বাংলাদেশের খেলা কবে?

ক্রিফোস্পোর্টস/১৭মে২৪/এইচআই/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in প্লেয়ার্স বায়োগ্রাফি