Connect with us
ক্রিকেট

বিরল ঘটনার সাক্ষী ইংলিশ ক্রিকেট, অবাক ক্রিকেট বিশ্ব!

 

ক্রিকেট মানেই নতুন নতুন রেকর্ড। আর নতুন রেকর্ড সৃষ্টি হলেই ভাঙে পুরোনো কোনো রেকর্ড। গত শনিবার ইংলিশ কাউন্টি ক্রিকেটে ডার্বিশায়ারের নবম বিভাগের খেলায় ১৩৭ বল খেলে কোনো রান করেননি ইয়ান বেস্টউইক নামের এক ওপেনার। যা দেখে তাজ্জব পুরো ক্রিকেট বিশ্ব।

ফুটবলের জন্য ইংল্যান্ড বিখ্যাত হলেও ক্রিকেটের জন্ম এখানেই। সাধারণ সারা বিশ্বে তিন ফরম্যাটে ক্রিকেট খেলা হলেও ইংল্যান্ড এ কাউন্টি ক্রিকেট সহ খেলা হয়ে থাকে অনেক ফরম্যাটে। যেমন টি টেন, হান্ড্রেড বল ইত্যাদি। তেমনই নিজস্ব এক ফরম্যাটে খেলা হয় ডার্বিশায়ারে।

ডার্বিশায়ার ক্রিকেট লিগে এক নিয়ম আছে। যেখানে বলা হয়েছে, পরে ব্যাট করা দল চাইলে জয়ের পরিবর্তে ম্যাচ ড্র করতে পারবে। আবার খেলা হচ্ছে সীমিত ওভারের (দুই দল মিলে ৮০ ওভার)। ক্রিকেটের উদ্ভাবনের পর থেকে নতুন নতুন নিয়ম চালু করেছে বহুবার কিন্তু এমন ফরম্যাট সম্পর্কে সবাই নতুন অবগত হয়েছেন তাও আবার একটি অদ্ভুত ইনিংসের কারণেই।

আরও পড়ুন :

» সেই ঘটনায় আইসিসি থেকেও দুঃসংবাদ জুটলো সাকিবের (ভিডিও)

» অস্ট্রেলিয়ার বিপক্ষে দল ঘোষণায় ইংল্যান্ডের বড় চমক!

গত শনিবার ইংলিশ কাউন্টি ডার্বিশায়ারের নবম বিভাগের খেলায় মুখোমুখি হয়েছিল দুই দল। মিকলওভার ক্লাবের দেওয়া ২৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৮ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে ডার্লি অ্যাবি ক্লাব।

দ্রুত উইকেট হারিয়ে ফেলায় ড্র-করাই তাদের লক্ষ্যে পরিণত হয়। এরপরই মূলত ধৈর্যের পরীক্ষা দেন বেস্টউইক। চতুর্থ উইকেটে টমাস বেস্টউইকের সঙ্গে ১১ রানের জুটি করেন তিনি। আউট হওয়ার আগে এই জুটিতে টমাস বেস্টউইকের অবদান ৭১ বলে মাত্র ৪ রান। পরের ব্যাটার নিকোলাস কাটিং ৩৪ বলে কোনো রানই করেননি।

পুরো ৪৫ ওভার ব্যাট করে মাত্র ২১ রান করেছেন বেস্টউইকরা। অন্যদিকে এই ম্যাচে ৩৪টি ওভারই মেডেন নিয়েছেন মিকলওভারের বোলাররা। অদ্ভুত এই নিয়মে খেলতে গিয়ে ১৩৭ বল খেলে কোনো রান করেননি ইয়ান বেস্টউইক। পুরো ৪৫ ওভার পিচে থেকে দলকে ড্র এনে দিয়েছেন তিনি।

তবে বেস্ট উইক তার এর অভাবনীয় ইনিংস খেলায় ভাগ্যের সহায়তাও পেয়েছিলেন, ইনিংসে একবার বোল্ড হন এই ব্যাটার তবে আউট হওয়া বলটি আম্পায়ার নো বল ঘোষণা করায় বেঁচে যান এই ব্যাটার।

দুই ইনিংস মিলিয়ে ৮০ ওভার খেলার কথা থাকলেও, প্রথমে ব্যাট করা দল তাদের ইচ্ছে অনুযায়ী ইনিংস ঘোষণা করতে পারবে। এই নিয়ম কাজে লাগিয়ে, আগে ব্যাট করা দল মিকলওভার ৩৫ ওভারে ২৭১ রান তুলে ইনিংস ঘোষণা করে। ঝোড়ো ব্যাটিং করেন ম্যাক্স টমসন। ১৭ চার ও ১৪ ছক্কায় ১২৮ বলে ১৮৬ রান করেন তিনি।

তবে বেস্ট উইক এর অদ্ভূত ইনিংসে মিকলওভার ক্রিকেট ক্লাবের বিপক্ষে এই ড্র-তে মূল্যবান পয়েন্ট পেয়েছে ডার্লি অ্যাবি ক্রিকেট ক্লাব। বেস্টউইকের এমন ইনিংস দেখে তোলপাড় শুরু হয়েছে ইংলিশ ক্রিকেটপাড়ায়।

ক্রিফোস্পোর্টস/২৭আগস্ট২৪/এএস/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট