Connect with us
ক্রিকেট

সেই ঘটনায় আইসিসি থেকেও দুঃসংবাদ জুটলো সাকিবের (ভিডিও)

Crifo Shakib
আইসিসি থেকে সাকিবের দুঃসংবাদ, কাটলো ডিমেরিট পয়েন্টও

সময়টা একদমই ভালো যাচ্ছে না সাকিব আল হাসানের। মাঠে একটু ভালো করলেও মাঠের বাইরে চলছে নেতিবাচক শিরোনামের হিড়িক। ক্রিকেটার সাকিব আল হাসান এখন হত্যা মামলার আসামি! দল থেকে বাদ দিতেও আইনি নোটিশ। এরই মধ্যে দলের জয়ে রেখেছে ভূমিকা। কিন্তু আইসিসি থেকে মিলেছে শাস্তি। জুটেছে একটি ডিমেরিট পয়েন্টও। যে ঘটনায় শাস্তি পেয়েছেন সাকিব, তার একটি ভিডিও পিসিবির ফেসবুক পেইজে ভাইরাল হয়েছে।

পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ব্যাটসম্যানেরর দিকে বল অযাচিত থ্রো করার কারণে শস্তি পেয়েছেন সাকিব আল-হাসান। আর্থিক জরিমানার সম্মুখীনও হতে হয়েছে এই তারকাকে।

দীর্ঘ ২৩ বছরের অপেক্ষা ঘুচিয়ে বাংলাদেশ প্রথমবারের মতো পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট জয় করছে। তাও আবার পাকিস্তানের মাটিতে রাওয়ালপিন্ডিতে ১০ উইকেটে। ঐতিহাসিক এই টেস্ট জয়ের দিনে সাকিবের আচরণ আইসিসির আচরণবিধি লঙ্ঘন করেছে। যার কারণে তাকে ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা গুনতে হয়েছে। ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে এই সাজা দিয়েছেন তাকে।

আরও পড়ুন :

» টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে সুসংবাদ বাংলাদেশের

» নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন সূচি : এক নজরে বাংলাদেশের ম্যাচ

টেস্ট জয়ের পরেরদিন এক সংবাদ সম্মেলন এ বিষয়টি নিশ্চিত করে আইসিসি। শুধু আর্থিক জরিমানাই নয় সাকিবের নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও। এ বছরে প্রথম ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে সাকিবের নামে।

কী করেছিলেন সাকিব? রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের ৩৩তম ওভারের খেলা চলছিল তখন। বল করতে প্রস্তুত সাকিব তবে ব্যাটিংয়ে থাকা পাকিস্তানের উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ন ছিলেন অপ্রস্তুত। এতে মেজাজ হারিয়ে রিজওয়ানের মাথার উপর দিয়ে বল ছুড়ে মারেন সাকিব। তাতে আপত্তি জানায় আম্পায়ার এবং রিজওয়ান নিজেও।

তবে এতে বড় ধরনের কোন শাস্তি বা নিষেধাজ্ঞায় পড়তে হয়নি সাকিবকে, তার বিরুদ্ধে আচরণবিধির ২.৯ ধারা ভাঙার অভিযোগ আনা হয়েছে। তার অপরাধ ছিল লেভেল-১ মাত্রার।

পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্ট জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ, এতে শেষ ম্যাচে ড্র করলেই সিরিজ নিজেদের করতে পারবে টিম টাইগাররা। পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের শেষ টেস্ট ম্যাচ খেলবে রাওয়ালপিন্ডিতে আগামী ৩০ আগস্ট।

ক্রিফোস্পোর্টস/২৭আগস্ট২৪/এএস/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট