Connect with us
ক্রিকেট

সাকিব পাকিস্তান থেকে দেশে ফিরবেন? যা জানা গেল

Crifo Shaklib
রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের পর সাকিব কি পাকিস্তান থেকে দেশে ফিরবেন?

হত্যা মামলার খড়গ ও দেশে ফেরার আইনি নোটিশ নিয়ে বর্তমান পাকিস্তানে আছেন জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। রাওয়ালপিন্ডিতে টেস্ট সিরিজের দলে রয়েছেন তিনি। তার বিরুদ্ধে হত্যা মামলার লিগ্যাল নোটিস থাকার কারণে তিনি দ্বিতীয় ম্যাচ খেলবেন কি-না এটা নিয়ে সংশয় ছিল। তবে কেটে গেছে সব সংশয়, দ্বিতীয় ম্যাচেও খেলবেন এই অলরাউন্ডার।

তবে সফর শেষে দেশে ফিরবেন কি না এই নিয়ে আলোচনা হলেও জানা গেছে, পাকিস্তান টেস্টের পরে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে খেলতে যাবেন এই তরকা ক্রিকেটার।

ইংলিশ কাউন্টির সারে ক্লাবের হয়ে খেলবেন তিনি। একাধিক সূত্র থেকে জানা যায় হত্যা মামলার ব্যাপারে বিসিবি সাকিবের পাশে দাঁড়িয়েছে, সরকার ও আইন বিশেষজ্ঞদের কাছে সাকিবের ব্যাপারে জানতে চাইলে সর্বমহল থেকে আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কিছুদিন দেশে না ফেরারও পরামর্শ তাদের। সাকিব যে কিছু দিনের মধ্যে দেশে ফিরবেনও না তা প্রায় নিশ্চিত।

আরও পড়ুন :

» সেই ঘটনায় আইসিসি থেকেও দুঃসংবাদ জুটলো সাকিবের (ভিডিও)

» বিরল ঘটনার সাক্ষী ইংলিশ ক্রিকেট, অবাক ক্রিকেট বিশ্ব!

রাওয়ালপিন্ডিতে সিরিজ নির্ধারণী দ্বিতীয় টেস্ট শেষ করে পাকিস্তান থেকে ইংল্যান্ড যাবেন কাউন্টি ক্রিকেট খেলতে। ইংলিশ কাউন্টির সারে ক্লাবের হয়ে একটি চার দিনের ম্যাচ খেলবেন তিনি। এর জন্য দরকার ছিলো বিসিবির সম্মতি, এবং পেয়েছেন ও তিনি। বিসিবি থেকেও ছাড়পত্র দেওয়া হয়েছে তাকে। ৫ থেকে ১৪ সেপ্টেম্বর ছাড়পত্র পেয়েছেন সাকিব। ৯ থেকে ১২ সেপ্টেম্বর সামারসেটের সঙ্গে সারের ম্যাচে দেখা যাবে সাকিবকে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন, ৫ আগস্ট গার্মেন্টসকর্মী মো. রুবেল হত্যা মামলার হুকুম দাতা দায়ের করে, মামলার ২৮তম আসামি করা হয়েছে সাকিবকে। উল্লেখ্য সেই সময়ে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি ক্রিকেট লিগে খেলছিলেন সাকিব। ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার দিনও ম্যাচ খেলেছেন তিনি।

এদিকে সাকিবের নামে মামলা হওয়ার পর একে একে অনেক সতীর্থ দাঁড়িয়েছেন সাকিবের পাশে। শরিফুল, রুবেল, সাব্বির ও মুশফিকুর রহিমরা সাকিবের পাশে থাকার জন্য স্ট্যাটাসও দিয়েছেন।

ক্রিফোস্পোর্টস/২৭আগস্ট২৪/এএস/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট