Connect with us
ফুটবল

সাড়ে ৮০০ গোলের মালিক, কোথায় থামবেন রোনালদো?

crifosports RONALDO
আল নাসরের জার্সিতে ক্রিশ্চিয়ানো রোনালদো (ছবি- প্রোশট)

একটা একটা করে জীবনের ৩৭টা বসন্ত পার করে দিলেন ফুটবল জগতের এক জ্বলজ্বলে নক্ষত্র ক্রিশ্চিয়ানো রোনালদো। এখনও সমানভাবে ফুটবল মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন পর্তুগিজ সুপারস্টার। সমানে গোল করছেন এবং সতীর্থদের দিয়ে গোল করাচ্ছেন। শনিবার রাতে ছুঁয়েছেন সাড়ে আটশ গোলের মাইলফলক। এখন ভক্তদের প্রশ্ন, কোথায় থামবেন সিআর সেভেন?

ক্যারিয়ারের দীর্ঘ সময় ইউরোপের ফুটবল মাতিয়ে এখন আরব ভূমিতে জোয়ার তুলেছেন।। সৌদি প্রো লিগে আল নাসরের হয়ে বর্ণিল ক্যারিয়ার শুরু করেছেন। জেদ্দাহ’র কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হওয়া ম্যাচে ৩৩ মিনিটে গোল পান রোনালদোর দল। ম্যাচের ৬৮ মিনিটে রোনালদো ক্যারিয়ারের ৮৫০তম গোল স্পর্শ করেন।

বর্তমান সময়ে রোনালদোই সর্বোচ্চ গোলের মালিক। তালিকার দুইয়ে থাকা লিওনেল মেসির গোলের সংখ্যা ৮১৮। বয়স বাড়ার সাথে সাথে ধারও যেন বাড়ছে রোনালদোর। যেখানেই যান, সেখানকার শীর্ষস্থানটা নিজের করে নেন।

পর্তুগাল থেকে ইংল্যান্ড, সেখান থেকে স্পেন, এরপর ইতালি এভাবে পথ পাড়ি দিতে দিতে এখন তিনি আছেন আরব রাজ্যে। যে রাজ্যে তিনি শুধু রাজাই নন, বরং বলা চলে রাজাদের রাজা। যেভাবে তিনি খেলছেন এই ধার ধরে রাখলে আগামী দুই মৌসুমের মধ্যে হাজার গোলের মালিকও হতে পারেন।

আরও পড়ুন: এশিয়া কাপে সবার আগে সুপার ফোরে বাবর আজমের দল

ক্রিফোস্পোর্টস/৩সেপ্টেম্বর২৩/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল