Connect with us
ক্রিকেট

এশিয়া কাপে সবার আগে সুপার ফোরে বাবর আজমের দল

Pakistan Cricket team
বারবার ভারতীয় ব্যাটারদের আউট করে উল্লাসে মাতে পাকিস্তান শিবির (ছবি- এসিসি)

বহুল প্রত্যাশিত ও আকাঙ্খিত ভারত-পাকিস্তানের দ্বৈরথ শেষ করতে পারেনি ভক্তরা। বেরসিক বৃষ্টিতে ভেস্তে গেছে ভারত পাকিস্তান লড়াই। ভারতের ছুড়ে দেওয়া ২৬৭ রানের জবাবে খেলতে নামতে পারেনি বাবর আজমরা। তবে প্রথম ম্যাচে নেপালকে হারানো এবং আজ ভারতের বিরুদ্ধে পয়েন্ট ভাগাভাগি হওয়ায় সবার আগে সুপার ফোরে পা রাখলো পাকিস্তান।

পাল্লেকেলেতে টস জিতে আগে ব্যাটিং করে ভারত। বারবার বৃষ্টি বাগড়ার পরও ৪৮.৫ ওভার ব্যাটিং করে সবকটি উইকেট হারিয়ে ২৬৬ রান তোলে রোহিত শর্মারা। ইশান কিষান ও হার্দিক পান্ডিয়ার ব্যাটে ভর করেই এই রান তোলে ভারত। ইশান ৮২ ও পান্ডিয়া ৮৭ ছাড়া আর কেউই তেমন রান পাননি।

পাকিস্তানের পেসাররা আজ আগুন ঝরানো বোলিং করেন। শাহিন আফ্রিদি ৪টি, নাসিম শাহ ও হারিস রউফ ৩টি করে উইকেট নেন। ইশান-পান্ডিয়া ছাড়া আর কেউই দাঁড়াতে পারেনি পাক গতির সামনে।

‘এ’ গ্রুপে পাকিস্তানের সুপার ফোর নিশ্চিত হওয়ার পর অপেক্ষায় থাকলো ভারত ও নেপাল। ভারতের এক পয়েন্ট হলেও নেপাল এখনো শূন্য। আগামী ম্যাচে ভারতের বিরুদ্ধে নেপাল অতিমানবীয় বা নাটকীয় কোনো চমক দেখালে পরের রাউন্ডে খেলতে পারবে। নাহলে পাকিস্তানের সঙ্গী হবে ভারত।

আরও পড়ুন: সাফ মিশন শুরুটা রাঙাতে পারলো না বাংলাদেশের যুবারা

ক্রিফোস্পোর্টস/১সেপ্টেম্বর২৩/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট