Connect with us
ক্রিকেট

বিশ্বকাপের শুরুতেই হোঁচট খেল ব্রাজিল-আর্জেনটিনা

U-17 World Cup
ফিফা অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপ ২০২৩। ছবি- সংগৃহীত

হার দিয়েই বিশ্বকাপ শুরু করেছে ফুটবলের দুই পরাশক্তি ব্রাজিল-আর্জেন্টিনা। ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আলাদা আলদা ম্যাচে হেরেছে ব্রাজিল ও আর্জেন্টিনা। 

শনিবার (১১ নভেম্বর) বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ ছিলো ইরান। ম্যাচ শুরুর ২৮ মিনেটের মাথায় এগিয়ে যায় সেলেসাওরা। প্রথমার্ধ শেষ হওয়ার আগ মহূর্তে আরো একটি গোল করে ব্রাজিল।

তবে দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটের মাথায় একটি গোল শোধ করে ইরান। ৫৪ মিনিটে প্রথম গোলের পর ৬৯ মিনিটে দ্বিতীয় গোল করে ম্যাচে দারুণভাবে কামব্যাক করে ইরান। তার চার মিনিট পরই তৃতীয় গোল করে দলকে জয়ের পথে এগিয়ে নেন ঘোলিজাদেহ সামিয়ান। শেষ পর্যন্ত ৩-২ গোলে পরাজয় বরণ করে বর্তমান চ্যাম্পিয়নরা।

আরেকটি ম্যাচে সেনেগালের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। এই ম্যাচে শুরুর ছয় মিনিটের মাথায়ই অধিনায়ক দিউফের গোলে এগিয়ে যায় সেনেগাল যুবারা। বিরতিতে যাওয়ার আগে নিজের জোড়া গোল পূর্ণ করে ২-০ ব্যাবধানে দলকে শক্ত অবস্থানে নিয়ে যায় দিউফ।

কিন্তু এই জায়গা থেকে আর কামব্যাক করতে পারেনি আর্জেন্টাইন যুবারা। ম্যাচের শেষ দিকে ৯২ মিনিটের মাথায় একটি গোল শোধ করলেও তাতে ফলাফলে কোন পরিবর্তন বয়ে আনেনি। শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধানে হেরে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

আগামী ১৪ নভেম্বর বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউ ক্যালিডোনিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। একই দিনে এশিয়ার শক্তিশালী দল জাপানের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

আরও পড়ুন: অজিদের বিপক্ষে ম্যাচের আগে দুঃসংবাদ পেল প্রোটিয়ারা

ক্রিফোস্পোর্টস/১১নভেম্বর২৩/এমটি  

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট