Connect with us
ক্রিকেট

অজিদের বিপক্ষে ম্যাচের আগে দুঃসংবাদ পেল প্রোটিয়ারা

Temba-Lungi
টেম্বা বাভুমা ও লুঙ্গি এনগিডি। ছবি- সংগৃহীত

সেমিফাইনালের ম্যাচের আগে দুঃসংবাদ পেল দক্ষিণ আফ্রিকা। আবারো চোটে পড়েছেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। আফগানিস্তানে বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন তিনি। এর আগেও চোটে পড়ে বিশ্বকাপের দুটি ম্যাচ মিস করেন এই ওপেনিং ব্যাটার।

ভারতের পরপরই দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। পয়েন্ট টেবিলেও অবস্থান দ্বিতীয়।
সেমিফাইনালে প্রোটিয়াদের প্রতিপক্ষ পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। আগামী ১৬ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে অজিদের মুখোমুখি হবে প্রোটিয়ারা।

তবে এই ম্যাচের আগেই কিছুটা ধাক্কা খেয়েছে প্রোটিয়া শিবির। চোটে পড়েছেন দলটির নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা। লিগ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন বাভুমা। ম্যাচের মাঝে কিছুক্ষণের জন্য উঠে গেলেও শেষ পর্যন্ত ফিল্ডিং করেছেন তিনি। পরবর্তীতে ব্যাটিংয়ে নামলেও ম্যাচ শেষে তার পায়ের সমস্যার কথা জানান তিনি।

একই ম্যাচে চোটে পড়েন প্রোটিয়া পেসার লুঙ্গি এনগিডি। তবে চোটে পড়ার সাথে সাথেই মাঠ ছেড়ে যান তিনি। সেমিফাইনালে তার পরিবর্তে দলে জায়গা পেতে পারেন মিডিয়াম পেসার আন্দ্রে ফেলুকায়ো।

অপরদিকে বাভুমা সেমিফাইনালে খেলতে না পারলে অধিনায়কের দায়িত্ব পালন করবেন এইডেন মার্করাম। আর তার পরিবর্তে দলে জায়গা পেতে পারেন আরেক ওপেনার রিজা হেনড্রিকস। এ বিশ্বকাপে দুইটি ম্যাচ খেলেছেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে ৮৫ রানের একটি ইনিংসও রয়েছে তার।

আরও পড়ুন: মার্শের দানবীয় ব্যাটিংয়ে শেষ ম্যাচেও সেই হারই সঙ্গী বাংলাদেশের

ক্রিফোস্পোর্টস/১১নভেম্বর২৩/এমটি 

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট