Connect with us
ক্রিকেট

৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা

এক দুই বছর নয়, দীর্ঘ ৯ বছর পর টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ। এর আগে ২০১৪ সালে ক্রিকেটের সংক্ষিপ্ত এ ফরম্যাটে লঙ্কানদের হারিয়েছিল টাইগ্রেসরা।

সিরিজের প্রথম ম্যাচে নিগার সুলতানার ৭৫ রানের দুর্দান্ত এক ইনিংসে ভর করে ৬ উইকেটের জয় পায় বাংলাদেশ।

মঙ্গলবার কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে টস জিতে শুরুতে ব্যাটিং করতে নামে শ্রীলঙ্কা নারী দল। ম্যাচে ফাহিমা খাতুন ও সুলতানাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০ ওভারে ৬ উইকেটে ১৪৫ রান করে শ্রীলঙ্কা। সর্বোচ্চ ২টি নেন ফাহিমা।

১৪৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ২৩ রানে দুই উইকেট হারানো বাংলাদেশের হাল ধরেন অধিনায়ক নিগার সুলতানা।
বাংলাদেশ নারী দল
ক্রিজে ব্যাটার মোস্তারি ও রিতু মনিকে নিয়ে লঙ্কান বোলারদের দারুণভাবে সামলে বাংলাদেশকে জয়ের ভিত গড়ে দেন কাপ্তান নিগার। পরে অবশ্য জয়ের বন্দরে পৌঁছাতে খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে।

১৯তম ওভারে ১৭ রান করে শেষ ওভারে ৮ রানের সহজ সমীকরণে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন টাইগ্রেস কাপ্তান।

এদিকে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে আগামী ১১ মে একই ভেন্যুতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাঘিনীরা।

 
ক্রিফোস্পোর্টস/১০মে২৩/এসএ
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট