Connect with us
ক্রিকেট

আয়ারল্যান্ডের হতাশার দিনে ভাগ্য খুলল দ. আফ্রিকার

Bangladesh win
সিরিজটি আয়ারল্যান্ডের কাছে অনেক গুরুত্বপূর্ণ। ছবি- সংগৃহীত

বাংলাদেশ ও আয়ারল্যান্ডের চলমান সিরজিটি ওয়ানডে সুপার লিগের অংশ। তবে বাংলাদেশ আগেই বিশ্বকাপ কোয়ালিফাই করে ফেলায় আজকের ম্যাচের ফলাফল প্রভাব পড়ছে না বাংলাদেশের রেটিংয়ে। কিন্তু সিরিজটি আয়ারল্যান্ডের কাছে অনেক গুরুত্বপূর্ণ।

সিরিজে টাইগারদের ৩-০ তে হারাতে পারলে বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়ে যাবে আইরিশদের। যদি এটা হলে সরাসরি খেলা হতো না দক্ষিণ আফ্রিকার। কিন্তু বাংলাদেশ যদি একটি ম্যাচও জিতে তাহলে প্রোটিয়াদের সরাসরি সুযোগ নিশ্চিত। এমন সমীকরণ সামনে রেখে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকার ত্রাতা হয়ে এল বৃষ্টি। আর এতেই হতাশ হয়েছে আয়ারল্যান্ড।

ইংল্যান্ডের চেমসফোর্ডে বাংলাদেশ-আয়ারল্যান্ডের প্রথম একদিনের ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে গেছে। এর ফলে আইরিশদের আর সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ নেই। বাছাইয়ে তাদের অংশ নিতে হবে। অপরদিকে দক্ষিণ আফ্রিকা সেরা আট দলের মধ্যে থেকে সরাসরি ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে খেলতে যাচ্ছে।

ওয়ানডে সুপার লিগের পয়েন্ট তালিকায় দক্ষিণ আফ্রিকা আট নম্বরে রয়েছে। তাদের পয়েন্ট ৯৮। আর ৭৩ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে আইরিশরা। অপরদিকে ১৩৫ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে আছে বাংলাদেশ।

মঙ্গলবারের ম্যাচে শুরুতে ব্যাট করে টস হেরে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪৬ রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৬১ রান করেন মুশফিকুর রহিম। জবাবে ব্যাট করতে নেমে বৃষ্টির আগে ১৬ ওভার ৩ বল খেলে ৩ উইকেট হারিয়ে আয়ারল্যান্ড করে ৬৫ রান।

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট