Connect with us
ক্রিকেট

কান্না লুকালেন আনুশকা, কোহলিকে টেনে নিলেন বুকে

শিরোপা হারানোর শোকে কাতর কোহলিকে বুকে টেনে নিলেন আনুশকা শর্মা

বিশ্বকাপের ফাইনাল শেষে পুরো ভারত শোকে বিহ্বল। যে দল টানা ১০ ম্যাচ জিতেছে, তারা এভাবে হোঁচট খেয়ে শিরোপা হারাবেতা ভাবেনি কেউ। কিন্তু খেলা তো আর ভাবনা দেখে হয় না, সেটা হয় মাঠে। আর সেখানেই হেরেছে বিরাট কোহলিরা। এতে করে হতাশ দর্শকরা। চোখ ভিজেছে তারকাদের স্ত্রীদেরও।

বিশ্বকাপের বেশ কটি ম্যাচে মাঠে দেখা গেছে বিরাট কোহলির স্ত্রী আনুশকা শর্মাকে। কোহলির শতকে করেছেন উচ্ছ্বাস। ছুঁড়ে দিয়েছেন উড়ন্ত চুমু। দিয়েছেন প্রেরণা। কোহলিও খুঁজে নিয়েছেন প্রিয়তমাকে। একনজর দেখার জন্য তার উঁকি দেওয়ার দৃশ্যও ভাইরাল হয়েছিল। ফাইনাল শেষে সেই কোহলিকে বুকে টেনে নিলেন আনুশকা।

World Cup Final: Anushka Sharma hugs Virat Kohli after India's loss to Australia | Bollywood - Hindustan Times

ভারতের হারে নিজের কান্না সামলেছেন আনুশকা।ভারতের হারে ক্রিকেটারেরা যেমন বিমর্ষ ছিলেন, তেমনই দর্শকাসনে হাজির থাকা স্ত্রী-বান্ধবীরাও আবেগ চেপে রাখতে পারেননি। কোহলির সন্তানসম্ভবা স্ত্রী আনুশকা শর্মাকেও কান্না সামলাতে দেখা গিয়েছে। পরের দিকে মাঠে নেমে তিনি জড়িয়ে ধরলেন কোহলিকে।

WC 2023 final: Virat Kohli, KL Rahul bat together, wives Anushka Sharma, Athiya Shetty cheer together - BusinessToday

স্বামী কোহলি এবং ভারতীয় দলকে সমর্থন করতে ম্যাচের আগেই আনুশকা পৌঁছে গিয়েছিলেন স্টেডিয়ামে। কিছুক্ষণ পরে সেখানে এসে পৌঁছান লোকেশ রাহুলের স্ত্রী আথিয়া শেঠি, একে একে রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা, অশ্বিনের স্ত্রী প্রীতি এবং রোহিত শর্মার স্ত্রী রিতিকাও আসেন। আনুশকা এবং আতিয়া পাশাপাশি বসে গল্প এবং আলোচনা করেছেন।

India Vs New Zealand WC Match: Anushka Sharma Gives Virat Kohli Flying Kiss As He Breaks

তবে সব উল্লাস মাটি হতে শুরু করে ট্রেভিস হেড এবং লাবুশানে জুটি জমে যেতেই। গ্লেন ম্যাক্সওয়েলের শটে অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত হয়েই দু’হাতে মুখ ঢেকে ফেলেন আনুশকা। চোখে হাত দিয়ে কোনও মতে কান্না সামলাতে দেখা যায় তাকে। পরের দিকে মাঠে নেমে আসেন। এসে জড়িয়ে ধরেন কোহলিকে। সেই ছবিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। অনেকেই করছেন প্রশংসা। স্বামীর এমন হতাশার দিনে স্ত্রীর বুকই হতে পারে সবচেয়ে বড় ভরসা।

আরও পড়ুন: এবারের বিশ্বকাপে ব্যাটি-বোলিং বিভাগে সেরা হলেন যারা

ক্রিফোস্পোর্টস/২০নভেম্বর২৩/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট