Connect with us
ক্রিকেট

ফাইনাল ম্যাচ শেষে দলকে নিয়ে যা জানালেন দ্রাবিড়

প্রেস কনফারেন্সে রাহুল দ্রাবিড়। ছবি- গুগল

গোটা আসর জুড়ে উড়তে থাকা ভারত কিনা শেষ পর্যন্ত হেরে বসল নিজেদের ফাইনাল ম্যাচে এসে। সেমিফাইনাল পর্যন্ত টানা দশ ম্যাচে অপরাজিত ছিল স্বাগতিকরা। ঘরের মাঠে তাই তৃতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছিল রাহুল দ্রাবিড়ের শিষ্যরা। বিশ্বকাপ জয়ের লক্ষ্যে ২০২১ সালে রবি শাস্ত্রীকে সরিয়ে জাতীয় দলের দায়িত্ব দেওয়া হয় ভারতের কিংবদন্তি খেলোয়াড় রাহুল দ্রাবিড়ের ওপর।

তবে ফাইনালের চাপ সামলাতে না পেরে কোটি সমর্থকের হৃদয় ভেঙে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে বসল ভারত। দ্রাবিড়ের অধীনে খেলে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতা দেখেছিল ভারত। তবে বোর্ড আস্থা হারায়নি দ্রাবিড়ে। মাঝে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেছিল ভারত। তবে মূল লক্ষ্য ছিল ২০২৩-এ ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ।

হতাশাজনক ফাইনাল ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে রাহুল দ্রাবিড়কে প্রশ্ন করা হয় যে অতিরিক্ত প্রত্যাশার চাপেই ভারত হেরে বসেছে কিনা? এবং প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি এটা বিশ্বাস করি না যে এই আসরে ভারত কোনো প্রকার ভয় নিয়ে খেলেছে। এই ফাইনাল ম্যাচেও ১০ ওভারে আমাদের রান ছিল ৮০ । এরপর আমরা নিয়মিত উইকেট হারিয়েছি। যখন আপনি উইকেট হারাবেন, আপনার কৌশল ও টেকটিকস বদলাতে হবে। আমরা এই টুর্নামেন্টে তাই করেছি।’

দ্রাবিড় মনে করে নিয়মিত উইকেট হারানোয় ভারত বিপদে পড়ে গিয়েছিল, ‘আমরা এবারের আসরে খুবই ভয়হীন ক্রিকেট খেলেছি। বিরাট-রাহুলের ওই ইনিংসটাই খেলা প্রয়োজন ছিল। আমাদের দুর্ভাগ্য যে বিরাট-রাহুল শেষ পর্যন্ত টিকে থাকতে পারেনি। ট্রেভিস হেড এবং মার্নাস লাবুশেনের মতো শেষ পর্যন্ত থাকতে পারলে আমরাও বড় সংগ্রহ করতে পারতাম।’

ম্যাচ হারলেও অস্ট্রেলিয়ার প্রশংসা করতে ভুলেননি দ্রাবিড়, ‘আমরা ফেভারিট ছিলাম কারণ আমরা গোটা আসর জুড়ে ভালো খেলেছি। কিন্তু আপনাকে এটাও মানতে হবে অস্ট্রেলিয়া খুব ভালো দল। তারাও টানা আট ম্যাচ জিতে ফাইনাল খেলতে এসেছিল। আমাদের এ নিয়ে কোনো সংশয় ছিল না যে কঠিন ম্যাচ হবে। তবে আমাদের আত্মবিশ্বাস ছিল যদি ভালো খেলি তাহলে ভালো ফল পাবো। কিন্তু দুর্ভাগ্যবশত, নির্দিষ্ট দিনে আমরা আমাদের সর্বোচ্চটা দিতে পারিনি।’

ফাইনালে ভারত প্রথম ইনিংসে ভালো ব্যাটিং শুরু করলেও নিয়মিত উইকেট হারানোর কারণে প্রত্যাশার চেয়ে রান কম হয়। কোচের কন্ঠেও এ নিয়ে হতাশা ঝরে, ‘আমরা ৩০-৪০ রান কম করেছি। রান ২৮০-২৯০ করতে পারলে লড়াই জমে যেত। অস্ট্রেলিয়া খুব ভাল বল করেছে। আমাদের বাউন্ডারি মারতে দেয়নি।’

রাহুল দ্রাবিড়ের জন্য বড় পরীক্ষা ছিল ঘরের মাঠে বিশ্বকাপ। তবে শিরোপা জয়ের প্রত্যাশা পূরণ করতে পারেনি দল। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে তার ভাবনার কথা জানতে চাইলে তিনি বলেন, ‘সত্যি বলতে আমি সেটা নিয়ে ভাবিনি। আমার মনে হয় আমাদের সব আয়োজন, এনার্জি, ফোকাস এই ম্যাচ ও টুর্নামেন্ট জুড়ে ছিল। এখন অবধিও তাই। ভবিষ্যতে কী হবে এ নিয়ে কোনো পরিকল্পনাও নেই।’

আরও পড়ুন: এবারের বিশ্বকাপে ব্যাটি-বোলিং বিভাগে সেরা হলেন যারা

ক্রিফোস্পোর্টস/২০নভেম্বর২৩/এসএফ/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট