Connect with us
ক্রিকেট

বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে কারা কারা থাকছেন?

Who will be in the final squad of the World Cup?
বিশ্বকাপ দলে জায়গা পাচ্ছেন কারা কারা। ছবি- সংগৃহীত

আর মাত্র ৩২ দিন পর মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। আইসিসির বেঁধে দেয়া সময় অনুযায়ী, আগামী ১ মে এর মধ্যে আইসিসিতে বিশ্বকাপের ১৫ সদস্যের দল পাঠাতে হবে। ইতোমধ্যে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও ভারত তাদের দল পাঠিয়ে তা প্রকাশ্যে ঘোষণা করেছে। যেহেতু ১ মে এর মধ্যেই দল পাঠাবে হবে তাই খুব শীঘ্রই অন্যান্য দেশগুলোও তাদের দল পাঠাবে।

আজ (মঙ্গলবার) বাংলাদেশ জাতীয় দলের নির্বাচক প্যানেল ১৫ সদস্যের চূড়ান্ত দল বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জমা দিয়েছে। শীঘ্রই তা আইসিসিতে পাঠানো হবে। তবে বিশ্বকাপের ১৫ সদস্যের দল প্রকাশ্যে আনা হবে কি না তা এখনো নিশ্চিত নয়।

দেশের একটি সংবাদমাধ্যমকে বাংলাদেশের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছেন, তারা দল নির্বাচন করে বিসিবিকে জমা দিয়েছেন। এখন সেটা প্রকাশ্যে ঘোষণা করা হবে কি না সেটা বিসিবির সিদ্ধান্ত।

তিনি বলেন, ‘আমাদের কাজ দল নির্বাচন করা। দল নির্বাচন করে বিসিবিকে জমা দিয়েছি। তবে সেটা প্রকাশ্যে ঘোষণা করবে কি না সেটা বিসিবির সিদ্ধান্ত। আমরা তাদের কাছ থেকে কোনো নির্দেশনা পেলে সেটা ভিন্ন ব্যাপার।’

এছাড়া আরেক নির্বাচক আব্দুর রাজ্জাকের মতে, জিম্বাবুয়ে সিরিজে যারা ডাক পেয়েছেন তারাই থাকবেন বিশ্বকাপের দলে।

Bangladesh Team practicing

জিম্বাবুয়ে সিরিজের আগে অনুশীলনে টাইগাররা। ছবি- সংগৃহীত

একাধিক সূত্রে জানা গেছে, বিশ্বকাপ দলে রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এছাড়া প্রায় ১৮ মাস পর জিম্বাবুয়ে সিরিজ দিয়ে জাতীয় দলে ডাক পাওয়া মোহাম্মদ সাইফউদ্দিনও থাকছেন বিশ্বকাপের চূড়ান্ত দলে।

আগামী ১ মে এর মধ্যে ১৫ জনের দল পাঠানোর পর ২৫ মে পর্যন্ত এই দলে পরিবর্তন আনা যাবে। সেক্ষেত্রে কোনো শর্তও থাকবে না। এখন দেখার পালা এই দল প্রকাশ্যে ঘোষণা করবে কি না বিসিবি!

আরও পড়ুন: বৃষ্টি আইনে ভারতের কাছে হেরে গেল বাংলাদেশ 

ক্রিফোস্পোর্টস/৩০এপ্রিল২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট