Connect with us
ক্রিকেট

সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে মনোমালিন্য নিয়ে যা বললেন হাথুরুসিংহে

চন্ডিকা হাথুরুসিংহ। ছবি- গুগল

এর আগে বাংলাদেশ ক্রিকেটের হেড কোচ থাকাকালীন দায়িত্বের শেষ ভাগে সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে সম্পর্কটা ভালো ছিল না চন্ডিকা হাথুরুসিংহের।

এবার দ্বিতীয়বার টাইগারদের দায়িত্ব নিয়ে পুরনো প্রসঙ্গটি উঠতেই এই লঙ্কান জানান, বাংলাদেশের কোনো ক্রিকেটারের সঙ্গেই টানাপোড়েন ছিল না তার।

এদিকে ২০১৭ সালে তামিম-সাকিবদের কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করার ছয় বছর পর আবারও ফিরেছেন ৫৪ বছর বয়সী এই কোচ। এবার দায়িত্ব নিয়ে সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে জানান, আগামী ২০২৩ বিশ্বকাপকে লক্ষ্য করেই দায়িত্বটা নিয়েছেন তিনি।

অপরদিকে আগের দফায় বাংলাদেশ ছেড়ে যাওয়ার আগে ক্রিকেটারদের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন হাথুরু। একই সঙ্গে দলের এক সিনিয়র ক্রিকেটারের নিবেদন নিয়েও আঙুল তুলেছিলেন এই লঙ্কান কোচ। এবার যখন সংবাদ সম্মেলনে এই প্রসঙ্গ উঠে।

সিনিয়র ক্রিকেটারদের সামলানো এবার চ্যালেঞ্জ হবে কিনা এমন এক প্রশ্নের জবাবে হাথুরুসিংহে বলেন, ‘নাহ, মোটেও না। সিনিয়রদের সবার সঙ্গেই আমার কথা হয়েছে। সবারই মনোযোগের কেন্দ্র দল সবার ওপরে। দলের ভালোর জন্যই সবাই চেষ্টা করবেন।’

তিনি বলেন, ‘গতবার দায়িত্বেও ক্রিকেটারদের কাউকে নিয়ে কোনো চ্যালেঞ্জে পড়তে হয়নি আমাকে। আমার চ্যালেঞ্জ হলো, সবার মনোযোগ দলের ভালোর দিকে নেওয়ায়। সে কারণে আমার মনে হয় না, সিনিয়রদের সামলানো চ্যালেঞ্জ হবে।’

আরও পড়ুন: মিরপুরের মাঠে নতুন হাথুরুসিংহে

ক্রিফোস্পোর্টস/২২ফেব্রুয়ারি২৩/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট