Connect with us
ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টাইগার যুবাদের সিরিজ জয়

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ওয়ানডে সিরিজ জয়
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ওয়ানডে সিরিজ জয় (ছবি: বিসিবি)

দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ।

সোমবার রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে ৩ উইকেটের জয়ে ৩-২ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে টাইগার যুবারা।

এদিন শুরুতে ব্যাট করতে নেমে ৪৯.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২১০ রানে থামে প্রোটিয়া যুবাদের রানের চাকা। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৬৩ রান করেন ডেভিড টিগার। বাংলাদেশের হয়ে ৪৩ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন রাব্বি। এছাড়া রাফি ও রোহানাত নেন দুটি করে উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৪৮ রানেই ২ উইকেট হারিয়ে বিপাকে পড়ে খুদে টাইগাররা। পরে তৃতীয় উইকেটে আদিল বিন সিদ্দিক ও আরিফুল ইসলাম ৮৭ রানের জুটিতে জয়ের ভিত গড়ে ফেলে লাল সবুজের প্রতিনিধিরা।

৭০ বলে ৫৮ রান আদিল বিদায় নিলে এক প্রান্ত আগলে দলকে এগিয়ে নিয়ে যান আরিফুল। ৮১ বলে ৭১ রানের ইনিংস খেলে থামে আরিফুলের ইনিংস। পরে দলীয় ১৮৯ রানে টানা ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। তবে মাহফুজুর রহমান ও রাফি উজ্জামানের দুর্দান্ত জুটিতে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

আরও পড়ুন: নারী ফুটবলারদের বোনাস দিলেন কাজী সালাউদ্দিন

ক্রিফোস্পোর্টস/১৭জুলাই/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট

মাহমুদউল্লাহ রিয়াদ, বাংলাদেশ দলে ক্লান্ত ও নিঃসঙ্গ পথচারী ভারতের বিপক্ষে ম্যাচের আগে নিজের পরীক্ষায় নামলেন সাকিব আল হাসান ভারত ও বাংলাদেশ ম্যাচই সবচেয়ে বেশি রোমাঞ্চকর হয় : মোহাম্মদ আশরাফুল বিশ্বকাপে নেদারল্যান্ডসের সঙ্গে ম্যাচের আগে স্বস্তির খবর পেল টিম বাংলাদেশ বিশ্বকাপে নতুন রেকর্ডে নাম লিখিয়েছেন মুশফিকুর রহিম