মাহমুদউল্লাহ রিয়াদ যেন এক ক্লান্ত ও নিঃসঙ্গ পথচারী

অনেক আশা নিয়ে শুরু করা বিশ্বকাপ হতাশায় শেষ হওয়ার পথে। আর মাত্র দুটি ম্যাচ খেলে দেশে ফিরবে বাংলাদেশ দল।

সবাই যখন ব্যর্থ হয়ে মাথা নিচু করে মাঠ ছাড়ছেন, তখন একরাশ হতাশা নিয়ে আকাশের দিকে তাকাচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ। 

যাকে দেখে মনে হচ্ছে এক ক্লান্ত ও নিঃসঙ্গ পথচারী।

তানজিদ-লিটন-শান্তসহ পুরো ব্যাটিং লাইন যখন পুরোপুরি ব্যর্থ, তখন ব্যতিক্রম কেবল মাহমুদউল্লাহ রিয়াদ।  

যার বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া নিয়েই শঙ্কা ছিল। সেই শঙ্কা-সমালোচনার জবাব দিয়েছেন ব্যাট দিয়ে। 

এবারের বিশ্বকাপে মাহমুদউল্লাহর শুরু হয়েছিল নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ নম্বরে নেমে। সেই ম্যাচে ৪৯ বলে ৪১ রান করেন।

ভারতের বিপক্ষে পরের ম্যাচে সাতে নামানো হয় তাকে, ৩৬ বলে ৪৬ রান করেন।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬ নম্বরে পাঠানো হলে লোয়ার অর্ডারদের সঙ্গী করে ১১১ রানের স্মরণীয় এক ইনিংস খেলেন।

অথচ এই মাহমুদউল্লাহ বিশ্বকাপের আগে ছয় মাস জাতীয় দলের বাইরে ছিলেন।

তবে জায়গা হারানোর জন্য কাউকে দোষারোপ না করে নীরবে মিরপুরে কঠোর পরিশ্রম করে গেছেন। 

মাঠে সবাই যখন ক্রিজ ছেড়ে আউট হয়ে বেরিয়ে যান, তখন মাহমুদউল্লাহ আকাশের দিকে তাকান।

সেখানে হয়তো থাকে হতাশা, ক্ষোভ, দুঃখ অভিমান আর দলের প্রতি ভীষণ একটা মায়া।