ভারত ম্যাচের আগে নিজের পরীক্ষায় সাকিব 

ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ দল এখন পুনেতে অবস্থান করছে। 

বিশ্বকাপের শুরুটা আফগানদের হারিয়ে শুরু করলেও পরের দুই ম্যাচে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের কাছে হেরে অনেকটাই ব্যাকফুটে চলে গেছে সাকিব-মিরাজরা। 

তাই সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে ১৯ অক্টোবর ভারতকে হারানোর ছক কষছে বাংলাদেশ। 

তবে এদিন অধিনায়ক সাকিব আল হাসান খেলতে পারবেন কি না তা নিয়ে দোলাচল এখনও কাটেনি। 

গত ১৩ অক্টোবর নিউজিল্যান্ড-বাংলাদেশ ম্যাচ চলাকালীন ব্যাটিং এর সময় চোট পান সাকিব। 

তাতে তার বাঁ পায়ের ঊরুর মাংস পেশীতে চোট লাগে।

গত দুই দিন ধরে ম্যাচ ভেন্যু পুনেতে অবস্থান করছে বাংলাদেশ দল। সেখানেই বিশ্রামে আছেন সাকিব আল হাসান। তার ব্যথা আগের থেকে কমেছে। 

পুনেতে টিম হোটেলে টিম ডিরেক্টর সুজন বলেন, সাকিবের শরীরিক অবস্থা এখন আগের চেয়ে ভালো, সে এখন ব্যথামুক্ত আছে। 

সুজন বলেন, আমরা আশা করছি, ভারতের বিপক্ষে ম্যাচে তাকে পাওয়া যাবে। সে খেলতে পারবে বলে আমাদের ধারণা। যদিও এখানে মেডিকেল ইস্যু জরুরি।