Connect with us
ক্রিকেট

মুস্তাফিজকে ফিরিয়ে আনা নিয়ে যে ব্যাখ্যা দিলেন তাসকিন

Taskin explained about bringing back Mustafiz
আইপিএল থেকে মুস্তাফিজের ফেরা নিয়ে কথা বলেছেন তাসকিন। ছবি- সংগৃহীত

২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল অভিষেকেই ভারত জুড়ে সাড়া ফেলে দিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। তারপর থেকে আরও বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজিতে খেললেও প্রথম মৌসুমের মত তেমন আর আলো ছড়াতে পারেননি টাইগার পেসার। আইপিএলের সতেরো তম আসরে চেন্নাইয়ে যোগ দিয়ে আবারও বল হাতে পুরোনো সেই কাটার মাস্টারের ঝলক দেখা গেল। যদিও মৌসুমের মাঝপথেই দেশে ফিরে এসেছেন টাইগার পেসার।

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ও বিশ্বকাপের জন্য বিসিবি থেকে পুরো আইপিএল মৌসুমের এনওসি না পাওয়ায় ফিজকে দেশে ফিরতে হয়েছে।

যদিও জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম তিন ম্যাচে তাকে বিশ্রামে রেখেছিল ক্রিকেট বোর্ড। তবে শেষ দুই টি-টোয়েন্টির জন্য দলে ডাকা হয়েছে তাকে। চলতি মৌসুমে ধোনিদের হয়ে ৯ ম্যাচে সর্বোচ্চ ১৪ উইকেট শিকার করে দুর্দান্ত সময় কাটিয়েছিলেন বাঁ হাতি পেসার।

এদিকে ফিজকে পুরো মৌসুম আইপিএলে খেলতে না দেওয়ায় দেশের ক্রিকেট পাড়ায় আলোচনা-সমালোচনা হওয়ায় এবার এ প্রসঙ্গে মুখ খুললেন পেসার তাসকিন আহমেদ।

আজ (০৯ মে) মিরপুরে সংবাদ সম্মেলনে টাইগার পেসার বলেন, ‘আল্লাহর রহমতে মুস্তাফিজের আইপিএল মৌসুম বেশ ভালো কেটেছে। দলের পরিকল্পনা ও কালচারে যাতে ও সহজে ভূমিকা রাখতে পারে এজন্য ওকে দেশে আনা হয়েছে বলে আমার মনে হয়। সাথে ওর বিশ্রামেরও প্রয়োজন কারণ ও দলের মূল বোলার। আইপিলে ওর খুব ভালো অভিজ্ঞতা হয়েছে। সবাই ফিট থাকতে পারলে বিশ্বকাপে ইনশাআল্লাহ ভালো করতে পারবো আমরা।’

বাংলাদেশ দলের পেস আক্রমণ নিয়ে এই গতি তারকা বলেন, ‘জাতীয় দলের পেসাররা এখন আগের চেয়ে অনেক ধারাবাহিক। দেশের ক্রিকেটে এখন আগের থেকে অনেক বেশি পেস বোলার উঠে আসছে। ফাস্ট বোলাররা বাইরেী লিগগুলোতে খেলতে পারলে সেটা দেশের ক্রিকেটে আরও কাজে দিবে। আমাদের পেসাররা এখন আগের চেয়ে ক্যারিয়ার নিয়ে অনেক বেশি সচেতন। তারা নিজেদের লাইফস্টাইল ও ফিটনেস নিয়ে অনেক সিরিয়াস। এই ধারাবানিকতা ধরে রাখতে পারলে দেশের ক্রিকেট আরও এগিয়ে যাবে।’

আরও পড়ুন: আফসোস না করে দোয়া চাইলেন তাসকিন 

ক্রিফোস্পোর্টস/৯মে২৪/এমএস/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট