Connect with us
অন্যান্য

হঠাৎ অবসরে রোমান সানা, কী বলছে ফেডারেশন?

Roman sana
রোমান সানা। ছবি- সংগৃহীত

আকস্মিক ভাবেই জানা গেল আর্চারিতে বাংলাদেশের পোস্টার বয় রোমান সানার অবসরে ঘটনা। তবে হঠাৎ এই বিষয়টি জানা গেলেও বেশ কিছুদিন যাবতই ভাবছিলেন খেলা ছাড়ার বিষয়ে। এর আগে আরচারি ফেডারেশনকেও চিঠির মাধ্যমে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে রেখেছিলেন রোমান।

টঙ্গির শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামে জাতীয় দলের ক্যাম্প থেকে বের হয়ে এসেছিলেন আগেই। তবে ফেডারেশনকে চিঠি দেয়ার পর প্রায় তিন সপ্তাহ পেরিয়ে গেলেও তার সঙ্গে করা কোনো যোগাযোগ করেনি ফেডারেশনের কেউ। আজ রোববার গণমাধ্যমকে বিষয়টি নিজেই জানিয়েছেন রোমান সানা।

বাংলাদেশ আরচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল বর্তমানে আছেন দেশের বাইরে। তিনি জানিয়েছেন, ‘রোমান ব্যক্তিগত কারণে জাতীয় দলের হয়ে আর খেলবেন না। আমাদের বিষয়টি জানিয়েছে।’ বোর্ডের প্রতি কোন অভিমান থেকে এমন সিদ্ধান্ত নিয়েছেন কিনা এমন প্রশ্নে রাজিব বলেন, ‘এখানে মান অভিমানের কিছু নেই। সে ব্যক্তিগত কারণ উল্লেখ করেছে।’

সম্প্রতি র‌্যাংকিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করেননি রোমান সানা। কিছু দিন যাবত তার কাছ থেকে তেমন পারফরম্যান্স দেখা যাচ্ছে না। আরচ্যারি ফেডারেশনের ট্রেনিং কমিটির কর্মকর্তা ফারুক ঢালী রোমানের অবসর বিষয়ে বলেন, ‘সে চিঠি দিয়েছে এবং র‌্যাংকিংয়েও অংশগ্রহণ করেনি৷ তার চিঠি গ্রহণ হবে কিনা সেটা নির্বাহী কমিটির সভার পর বলা যাবে।’

রোমান নিজে অবশ্য এই বিষয়ে বলেছেন, ‘অনেক দিন ধরেই কাঁধের চোটের সঙ্গে লড়াই করছি। এখন আর মানসিক চাপ নিতে পারি না, কষ্ট পাই। অনেক দিন খেলেছি। খেলেত খেলতে এখন আর চাপ নিয়ন্ত্রণ করতে পারি না সমস্যা হয়ে যায়। বয়সও মনে হয় বেশি হয়ে গেছে। আমার কি সমস্যা সেটা বললে কেউ বুঝতে চায় না। এখন আমার একটু মানসিক শান্তি দরকার। জাতীয় দল ছাড়লে আশা করি মানসিক শান্তি পাবো।’

রোমান দেশের একমাত্র আরচার হিসেবে অলিম্পিক গেমসে সরাসরি খেলার কীর্তি গড়েছেন। তার হাত ধরে আন্তর্জাতিক পর্যায়ে অনেক সফলতা পেয়েছে বাংলাদেশ আরচার। মূলত দেশের বাইরে আরচারিতে নিজের ব্যপক সাফল্য দিয়েই আলাদা ভাবে পরিচিরি পেয়েছিলেন তিনি। ১৪ বছরের দীর্ঘ এই ক্যারিয়ারের ইতি টানছেন মাত্র ৩০ বছর বয়সেই।

আরও পড়ুন: বিপিএল ২০২৪ : কে কত টাকা প্রাইজমানি পেল?

ক্রিফোস্পোর্টস/৩মার্চ২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in অন্যান্য