Connect with us
অন্যান্য

বিশ্ব ইনডোরের সেমিফাইনালে থেমেছেন বাংলাদেশি অ্যাথলেট ইমরানুর

imranur rahman
বিশ্ব ইনডোর অ্যাথলেটিক্সের সেমিফাইনালে দৌড়াচ্ছেন ইমরানুর

গেল রাতে গ্লাসগোতে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ইনডোর চ্যাম্পিয়নশীপের সেমিফাইনাল খেলতে ট্র্যাকে নামেন বাংলাদেশের কৃতি অ্যাথলেট ইমরানুর রহমান। তবে বিশ্ব ইভেন্টে এখানেই থামতে হয় বাংলাদেশের এই দ্রুততম মানবকে। সেমিফাইনালের ৬০ মিটার স্প্রিন্টে তিনি সময় নিয়েছেন ৬.৭০ সেকেন্ড।

গতকাল শুক্রবার (১ মার্চ) দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত হয়েছিল ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ইন্দরের সেমিফাইনাল এর আগে সেদিনই সন্ধ্যা ০৭:১০ মিনিটে টুর্নামেন্টের হিটে দৌড়েছিলেন ইমরানুর রহমান। সেই হিটে সেমিফাইনালের থেকেও ভালো পারফর্ম করেছিলেন তিনি। ৬০ মিটার স্প্রিন্টে দৌড়াতে তার সময় লেগেছিল ৬. ৬৪ সেকেন্ড

এর আগে গেল মাসেই এশিয়ান ইনডোরে গত বারের চ্যাম্পিয়ন ইমরানুর রহমান ধরে রাখতে পারেননি নিজের শ্রেষ্ঠত্ব। তেহরানে ৬০ মিটার স্প্রিন্টে নেমে চতুর্থ হয়ে ফিরেছিলেন তিনি। দেশের সেরা দৌড়বিদের খেতাব ধরে রাখলেও আন্তর্জাতিক আসরে বারবার ব্যর্থ হচ্ছেন ইমরানুর রহমান।

আরও পড়ুন: আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিষয়ে কথা বলেছেন তামিম

ক্রিফোস্পোর্টস/২মার্চ২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in অন্যান্য