Connect with us
ফুটবল

শেষ মুহূর্তের ঝলকে কলম্বিয়াকে রুখে দিল দশ জনের আর্জেন্টিনা

Thiago Almada Argentina footballer
আর্জেন্টিনার হয়ে আলমাদার গোল। ছবি- সংগৃহীত

বিশ্বকাপ বাছাইপর্বে ভোরে মাঠে নেমেছিল আর্জেন্টিনা ফুটবল দল। তবে ইতোমধ্যে ২০২৬ ফিফা বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে রাখায় চাপমুক্ত থেকেই খেলে আর্জেন্টাইনরা। তবে ম্যাচটি গুরুত্বপূর্ণ ছিল প্রতিপক্ষ কলম্বিয়ার জন্য। যদিও শেষের ঝলকে প্রতিপক্ষকে রুখে দিয়েছে দশ জনের দল আর্জেন্টিনা।

আজ বুধবার ঘরের মাঠে কলম্বিয়াকে আতিথ্য দেয় আলবিলেস্তেরা। যেখানে শেষ পর্যন্ত ১-১ ব্যবধানে ম্যাচ ড্র করেছে আর্জেন্টিনা। প্রায় গোটা ম্যাচে পিছিয়ে থেকে পরাজয়ের শঙ্কা জাগিয়েছিল স্বাগতিকরা। তবে শেষ দিকে তরুণ ফুটবলার তিয়াগো আলমাদার গোলে ম্যাচে সমতা ফেরায় আর্জেন্টাইনরা।

এদিন ঘরের মাঠে ম্যাচের প্রথমার্ধেই গোল হজম করে আর্জেন্টিনা। লুইস দিয়াজের গোলে ম্যাচে ২৪তম মিনিটে লিড পেয়ে যায় সফরকারীরা। এরপর একাধিক চেষ্টা করেও প্রথমার্ধে কোনো গোল পায়নি আর্জেন্টিনা। এদিকে ম্যাচের ৭১ মিনিটে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আর্জেন্টাইন ফুটবলার এনজো ফার্নান্দেজ। এতে আরও চাপে পড়ে যায় দল।


আরও পড়ুন:

» হারের পর ক্রিকেটারদের পাশে পেলেন হামজা-সামিতরা

» টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচসহ আজকের খেলা (১১ জুন ২৫)


 

শুরুতে পিছিয়ে পড়া ম্যাচে নিজের যা চেনাতে ব্যর্থ হন লিওনেল মেসি। শেষ পর্যন্ত ম্যাচের ৭৮ মিনিটে তাকে মাঠ থেকে উঠিয়ে নেন কোচ লিওনেল স্কালোনি। তবে শেষ পর্যন্ত আর্জেন্টিনার হয়ে সমতাসূচক গোল করে স্বস্তি ফেরান লিভারপুল খেলা তরুন তারকা থিয়াগো আলমাদা। ম্যাচের ৮১তম মিনিটে এসে পরাজয় এড়ানো এই গোল করেন তিনি।

এতে করে লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্ব থেকে এক পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে আর্জেন্টিনা। যেখানে নিজেদের খেলা ১৬ ম্যাচে ১১ জয় ও ২ ড্র তে ৩৫ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে আলবিলেস্তেরা। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ অবস্থানে রয়েছে কলম্বিয়া।

ক্রিফোস্পোর্টস/৯জুন২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল