Connect with us
ক্রিকেট

ওয়ানডে বিশ্বকাপ মাসকটের নাম ঘোষণা

ওয়ানডে বিশ্বকাপ মাসকাট
ব্লেজ ও টঙ্ক। ছবি- আইসিসি

চলছে ভারত বিশ্বকাপের ক্ষণগণনা। আগামী ৫ অক্টোবর ভারতের মাটিতে পর্দা উঠবে এবারের ওয়ানডে বিশ্বকাপের। এদিকে বিশ্বকাপ ঘিরে সব প্রস্তুতি ইতোমধ্যে শেষ করে ফেলেছে আয়োজক দেশটি। এছাড়া প্রস্তুতি ম্যাচগুলোও মাঠে গাড়িয়েছে।

সব বিশ্বকাপেই মাসকট থাকে, একবারও তার ব্যতিক্রম হয়নি। বিশ্বকাপের ৪৭ দিন আগে মাসকট উন্মোচন করেছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে তখন এর নাম প্রকাশ করা হয়নি। অবশেষে ঘোষণা করা হয়েছে মাসকটের নাম।

মূলত নাম দেওয়ার কাজটি ছেড়ে দেওয়া হয়েছিল সমর্থকদের ওপর। এবার পুরুষ-নারী দুটি মাসকট উন্মোচন করা হয়েছে। সমর্থকদের ভোটাভুটির পর পুরুষ মাসকটের নাম ‘টঙ্ক’ ও নারী মাসকটের ‘ব্লেজ’ রাখা হয়।

আইসিসি জানায়, লাল রঙের পোশাক পরা মাসকটটি ব্লেজ। আর নীল পোশাক পরা হিমশীতল স্বভাবের মাসকটটি টঙ্ক।

এদিকে বিশ্বকাপের সব ভেন্যুর ফ্যান পার্কে দেখা যাবে এই দুই মাসকটকে। মাঠে উপস্থিত দর্শকদের ক্রিকেট আনন্দে মাতিয়ে রাখবে মাসকাট দুটি।

আগামী ৫ অক্টোবর আহমেদাবাদে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে বিশ্ব আসর। ১০ দলের বিশ্বকাপে ৪৬ দিনে ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আহমেদাবাদে ১৯ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে বিশ্বকাপের।

আরও পড়ুন: ওয়ানডে বিশ্বকাপ: সেমিফাইনালে যাদের দেখছেন যুবরাজ

ক্রিফোস্পোর্টস/১অক্টোবর২৩/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট