Connect with us
ফুটবল

জোড়া গোলে রাজকীয় প্রত্যাবর্তন নেইমারের

Neymar
জোড়া গোলের পরে নেইমারের উদযাপন। ছবি- গুগল

দীর্ঘ ৬ মাস পরে মাঠে ফিরেই রাজকীয় প্রত্যাবর্তন করেছেন পিএসজি সুপারস্টার নেইমার জুনিয়র। দলে ফিরেই জোড়া গোল করে ফিট নেইমার কতটা ভয়ঙ্কর সেটা বুঝিয়ে দেন তিনি।

নেইমারের জোড়া গোলের মাধ্যমে এদিন দক্ষিন কোরিয়ার ক্লাব জেওনবাক হুন্দাই মোটর্সকে ৩-০ গোলে হারিয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। গতকাল বুসন এশিয়াড মেইন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ম্যাচটি। প্রাক মৌসুম সফরে এই প্রথম জয়ের দেখা পেলো প্যারিস জায়ান্টরা ।

এবছরের ফেব্রুয়ারিতে চোটে পরে বিশ্রামে ছিলেন এই ব্রাজিলিয়ান। প্রায় ৬মাস পরে এই ম্যাচ দিয়েই মাঠে ফিরেছেন তিনি। ফলে ক্লাবটিতে নতুন যুক্ত হওয়া কোরিয়ান মিডফিল্ডার লী কিংকে শুরুতে বসে থাকতে হয় সাইডলাইনে। ম্যাচে ফরাসি সুপার স্টার কিলিয়ান এমবাপ্পে অংশ না নিলেও তার ছোট ভাই মিডফিল্ডার ইথান এমবাপ্পে ছিলেন শুরুর একাদশেই।

ম্যাচটি দেখতে ৩৫ ডিগ্রী সেলসিয়াসের তীব্র তাপমাত্রাকে উপেক্ষা করে প্রায় ৪৩ হাজারেরও বেশী দর্শক উপস্থিত হয়েছিল মাঠে। ম্যাচের ৩৯ মিনিটেই সফল হন নেইমার। গোল করে এগিয়ে দেন পিএসজিকে।ডিবক্সের বাহিরে থেকে দূর্দান্ত এক ডিফ্লেক্টেড শটে গোল করে পিএসজিকে এগিয়ে দেন তিনি। ফলে ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় পিএসজি।

বিরতির পর একাদশে বড়সড় রদবদল আনেন পিএসজি কোচ। তবে নেইমারকে ঠিকই রেখে দেন মাঠে। ম্যাচের ৬১ মিনিটে মারকুইনহোস ও স্থানীয় তারকা লী’সহ ৫জন নতুন খেলোয়াড়কে মাঠে পাঠান কোচ। বিশেষ করে লী’র আগমনে পিএসজির দিকে ঝুঁকে যায় দর্শকদের সমর্থন।

ম্যাচের ৮৩ মিনিটে ফ্যাবিয়ান রুইজের যোগান থেকে বল পেয়ে ফের লক্ষ্যভেদের মাধ্যমে পিএসজিকে দ্বিগুন ব্যবধানে এগিয়ে দেন নেইমার। শেষ বাঁশি বাজার ২ মিনিট আগে নেইমারের এসিস্টে তৃতীয় গোলটি করেন মার্কো অ্যাসেনসিও।

আরও পড়ুন: নেইমারের বিরুদ্ধে সমকামিতার অভিযোগ ব্রাজিলিয়ান নারী মডেলের

ক্রিফোস্পোর্টস/৪আগস্ট২৩/এমএইচ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল