Connect with us
ফুটবল

নেইমারের বিরুদ্ধে সমকামিতার অভিযোগ ব্রাজিলিয়ান নারী মডেলের

Neymar jr.
মডেল সোফিয়া বার্কলে ও ব্রাজিলিয়ান পোস্টার বয় নেইমার জুনিয়র ছবি-মার্কা

দীর্ঘ ৬ মাস খেলাধুলার বাইরে থাকলেও সবসময় আলোচনায়ই থাকেন ব্রাজিলিয়ান পোস্টার বয় নেইমার জুনিয়র।  এবার আলোচনায় আসলেন সমকামিতার অভিযোগে অভিযুক্ত হয়ে। ব্রাজিলিয়ান ট্রান্সজেন্ডার প্রভাবক ও মডেল সোফিয়া বার্কলে ব্রাজিলিয়ান টিভি শো ‘চুপিম’-এ হাজির হয়ে এই অভিযোগ করেন।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার মাধ্যমে জানা যায়, ব্রাজিলিয়ান এই নারী মডেল কোভিড চলাকালীন নেইমারের বাড়িতে একটি পার্টিতে অংশ নেন। সেখানে পার্টি চলাকালীন নেইমার ব্রাজিলের বিখ্যাত ব্যক্তি ধর্মগুরু পেড্রো স্কুবির সঙ্গে সমকামিতায় লিপ্ত হয়েছিলেন। 

তিনি এই অনুষ্ঠানে বলেন, ‘তারা দুজনেই একে অপরের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত ছিল। তারপর আমি এবং অন্য একটি মেয়ে তাদের মাঝখানে চলে এসেছিলাম। তারপর সকলেই একে অপরকে সীমাহীন চুমুতে ভরিয়ে দেই।’

এছাড়াও তিনি বলেন, এই সমকামিতা কান্ড যাতে ফাঁস না হয় এজন্য পার্টিতে অংশগ্রহণকারী সকলের মোবাইল ফোন তার একজন বিশ্বস্ত ব্যক্তির দ্বারা আলাদা ঘরে রাখতে বাধ্য করেছিলো নেইমার। সকলকে একটি চুক্তি স্বাক্ষরও নাকি করিয়েছিলেন তিনি তবে এই ব্রাজিলিয়ান নারী মডেল সোফিয়া বার্কলে সেখানে কোন স্বাক্ষর করেননি।

আরও পড়ুন: রোনালদোর ক্লাব আল নাসেরে সাদিও মানে

ক্রিফোস্পোর্টস/৪আগস্ট২৩/এমএইচ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল