Connect with us
ক্রিকেট

বিশ্বকাপে নিজ দেশকে ফেভারিট মানছেন না আমির

গত বিশ্বকাপেও ভারতকে কাঁপিয়ে দিয়েছিলেন আমির

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে খেলা বিরাট কোহলির অতি মানবীয় ইনিংস এখনো তাদের মনে ক্ষত হয়ে আছে। প্রায় জিততে যাওয়া ম্যাচে সেবার বলতে গেলে বিরাট একাই হারিয়ে দেন পাকিস্তানকে। ৮২ রানের এক দুর্দান্ত ইনিংস খেলে শেষ পর্যন্ত ভারতকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন তিনি।

এবার গত বছরের সেই ম্যাচের কথা টেনে আনলেন পাকিস্তানি ফাস্ট বোলার মোহাম্মদ আমির। তিনি বলেন,” ৩ ওভারে যখন ভারতের ৪৮ রান দরকার তখনও আমি বলেছিলাম, ভারত এই ম্যাচে এখনো আছে। কারন উইকেটে তখনও বিরাট কোহলি ছিলেন। বিরাটকে ম্যাচ প্রেশার ছুঁতে পারে না। ক্রিকেট বিশ্বের আর কোনো ব্যাটসম্যানই বিরাটের মত ইনিংস খেলতে পারবে না।”

তিনি আরও জানান, তার মতে বিশ্বকাপের সবচেয়ে ফেভারিট টিম হলো ভারত। ভারতের মাটিতে তাদের হারানো মোটেই সহজ কাজ নয়।

এবার নিজেদের ঘরের মাঠে বিশ্বকাপ পুনরুদ্ধারের মিশনে নামবে টিম ইন্ডিয়া। আগামী ৫ অক্টোবর থেকে শুরু হবে বিশ্বকাপের আসর।

আরও পড়ুন: এশিয়ান গেমস: হার না মানা ইরানের জাহরা নেমাতির গল্প

ক্রিফোস্পোর্টস/২অক্টোবর২৩/এমএস/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট