Connect with us
ফুটবল

আর্জেন্টিনায় ফিরেই খুশির বার্তা দিলেন মেসি

Leonel Messi
লিওনেল মেসি। ছবি- সংগৃহীত

ক্লাব ফুটবলে কিছুটা বিরতি দিয়ে আবারো শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক ফুটবল। আর এরই মধ্যে নিজ নিজ দেশে ফিরতে শুরু করেছেন বিভিন্ন ক্লাবের হয়ে খেলা ফুটবলাররা। ২০২৬ বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ সামনে রেখে নিজ দেশ আর্জেন্টিনায় ফিরেছেন লিওনেল মেসিও। দেশে ফিরেই ‘খুশির’ বার্তা জানিয়েছেন ফুটবলের এই জাদুকর।

মেসিদের জন্য এবারের আন্তর্জাতিক ডিউটিটা খুবই চ্যালেঞ্জিং। কেননা এই মাসে বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ দক্ষিণ আমেরিকার দুই পরাশক্তি উরুগুয়ে ও ব্রাজিল। আগামী ১৭ ই নভেম্বর উরুগুয়েকে আতিথ্য দেবে আর্জেন্টিনা।

তবে তার পরের ম্যাচেই মুখোমুখি হবে ফুটবলের দুই চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা। আগামী ২২ নভেম্বর বিশ্বকাপ বাছাই পর্বে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল। ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে।

আসন্ন ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে আমেরিকা থেকে দেশে ফিরেছেন মেসি। আর দেশে ফিরেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন এই ফুটবল জাদুকর। ছবির ব্যাকগ্রাউন্ডে ছিলো আর্জেন্টিনার বিশ্বকাপ ট্রফি উদযাপনের মহূর্ত। আর ক্যাপশনে লেখা ছিলো, ‘সবসময় ফিরে আসতে পেরে খুশি।’

ব্যাটল অব দ্যা আমেরিকানস বা সুপার ক্লাসিকোতে দীর্ঘদিন পর মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল ও আর্জেন্টিনা। সবশেষ ২০২১ সালে কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হয়েছিলো এই দুই দল। তখন ব্রাজিলকে ১-০ হারিয়েছিল মেসিবাহিনী।

আরও পড়ুন: ৬ বলে ৬ উইকেট, হতবাক ক্রিকেট বিশ্ব

ক্রিফোস্পোর্টস/১৩নভেম্বর২৩/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল