Connect with us
অন্যান্য

দেশের টেনিসে নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন মাসফিয়া

crifo mashfia tennis
বাংলাদেশের টেনিসে ইতিহাস গড়তে যাচ্ছেন মাসফিয়া আফরিন। ছবি: সংগৃহীত

বাংলাদেশের টেনিসে ইতিহাস গড়তে যাচ্ছেন মাসফিয়া আফরিন। প্রথমবারের মতো বিদেশের মাটিতে রেফারিং করবেন বাংলাদেশী কোন নারী অফিশিয়াল। জুনিয়র লেবেলের আন্তর্জাতিক টেনিস প্রতিযোগিতায় সহকারি রেফারির দায়িত্ব পালন করতে আজ বৃহস্পতিবার ভারতের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন মাসফিয়া।

মাসফিয়া আগামী ৬-১২ জানুয়ারি দিল্লি এবং ১৩-১৯ জানুয়ারি কলকাতায় আন্তর্জাতিক জুনিয়র টেনিস প্রতিযোগিতায় সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন। এর আগে বাংলাদেশে ঘরোয়া টুর্নামেন্টের পাশাপাশি দেশের মাটিতে আন্তর্জাতিক টুর্নামেন্টেও দায়িত্ব পালন করার অভিজ্ঞতা রয়েছে তার।

এবার বিদেশের মাটিতে অভিষেক হতে যাচ্ছে মাসফিয়ার। তিনি বাংলাদেশের প্রথম নারী অফিসিয়াল। তার হাত ধরে বাংলাদেশের টেনিসেও বিশেষ অধ্যায় রচিত হতে যাচ্ছে। এতে করে পরবর্তীতে নারী অফিসিয়ালদের জন্য পথ আরও সুগম হবে। পুরুষের পাশাপাশি নারীরাও দেশের বাইরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

গেল বছরের ২৩-২৪ ডিসেম্বরে আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদন এবং বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় ভারতের সিলভার বেজ রেফারি ও আইটিএফ সার্টিফাইড টিউটর অভিশেক মুখার্জীর তত্ত্বাবধানে ‘ন্যাশনাল লেভেল অফিসিয়েটিং স্কুল’ এর আয়োজন করা হয়েছিল।

অফিসিয়েটিং স্কুলে অংশগ্রহণকারী ২২ জন অফিসিয়ালের মধ্যে টপ স্কোরার ছিলেন মাসফিয়া আফরিন। তাকে আইটিএফের অফিসিয়াল ডেভলপমেন্ট প্রজেক্টের আওতায় বিদেশের মাটিতে আন্তর্জাতিক প্রতিযোগিতা পরিচালনার অভিজ্ঞতা অর্জন ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মাসফিয়া আফরিনকে আসন্ন টুর্নামেন্টটির জন্য নির্বাচিত করা হয়।

দিল্লি ও কলকাতায় অনুষ্ঠিতব্য দুটি প্রতিযোগিতায় সহকারি রেফারির দায়িত্ব পালন শেষে ২০ জানুয়ারি দেশে ফিরে আসবেন তিনি। এর মাধ্যমে বিদেশের মাটিতে আন্তর্জাতিক প্রতিযোগিতা পরিচালনার ক্ষেত্রে দেশের নারী রেফারিদের দ্বার উন্মোচিত হয়েছে।

আরও পড়ুন: বার্সেলোনার ম্যাচসহ আজকের খেলা (৪ জানুয়ারি ২৪)

ক্রিফোস্পোর্টস/০৪জানুয়ারি২৪/এসএফ/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in অন্যান্য