Connect with us
ক্রিকেট

খালেদ-হাসানদের দাপুটে বোলিংয়ে ৬ উইকেট নেই লঙ্কানদের

Bangladesh vs Srilanka 2nd Test Day 3
তৃতীয় দিনের শেষভাগে ৬ উইকেট নিয়েছেন হাসান ও খালেদ। ছবি- সংগৃহী

চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের শেষভাগে ৩৫৩ রানের বিশাল লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমছে শ্রীলঙ্কা। তবে দিনের শেষদিকে দারুণভাবে কামব্যাক করেছে বাংলাদেশের বোলাররা। হাসান মাহমুদ ও খালেদ আহমেদের দাপুটে বোলিংয়ে দলীয় শতরান পেরোতেই ৬ উইকেট নেই সফরকারীদের।

আজ সোমবার (১ এপ্রিল) চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে ৪৭৬ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নামে বাংলাদেশ। হাতে ছিল ৯টি উইকেট। তবে ব্যাটিংয়ে নেমে আবারো ব্যর্থ স্বাগতিকরা। মাত্র ১৭৮ রান তুলেই গুটিয়ে যায় নাজমুল হোসেন শান্তর দল।

৩৫৩ রানের বিশাল লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে সফরকারীরা। তবে দ্বিতীয় ইনিংসে তেমন সুবিধে করতে পারেনি ব্যাটাররা। হাসান মাহমুদ ও খালেদ আহমেদের দাপুটে বোলিংয়ে টপ অর্ডার ও মিডল অর্ডার খুইয়েছে লঙ্কানরা। একে একে করুনারত্নে, কুশাল মেন্ডিসসহ দুর্দান্ত ফর্মে থাকা ধনাঞ্জয়া ডি সিলভা-কামিন্দু মেন্ডিসদের উইকেট তুলে নিয়েছেন খালেদ-হাসানরা।

দিনের তৃতীয় সেশনে ২৫ ওভার ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১০২ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা। অ্যাঞ্জেলো ম্যাথিউজ ৩৯ এবং প্রবাথ জয়াসুরিয়া ৩ রান করে অপরাজিত রয়েছেন। দিনশেষে শ্রীলঙ্কার লিড দাঁড়িয়েছে ৪৫৫ রান।

বাংলাদেশের হয়ে হাসান মাহমুদ ৪ টি এবং খালেদ আহমেদ ২টি উইকেট শিকার করেছেন।

এর আগে দ্বিতীয় দিনে ৫৩১ রানে থামে শ্রীলঙ্কার ইনিংস। এরপর দিনের শেষভাগে ১৫ ওভার ব্যাট করে ১ উইকেট হারিয়ে ৫৫ রান তুলেছিল বাংলাদেশ। আর তৃতীয় দিনে এসে ১৭৮ রান করেই অলআউট হয়ে যায় স্বাগতিকরা।

আরও পড়ুন: সাকিবকে নিয়েও ব্যাটিংয়ে ব্যর্থ বাংলাদেশ

ক্রিফোস্পোর্টস/১এপ্রিল২৪/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট