Connect with us
ক্রিকেট

চোটে জর্জরিত নিউজিল্যান্ড শিবির

Injury-plagued New Zealand camp
নিউজিল্যান্ড দল। ছবি- সংগৃহীত

বিশ্বকাপে নিউজিল্যান্ড দলের দুর্দান্ত শুরুর কথা হয়তো সবারই মনে আছে। টানা ৪ জয়ে আসর শুরু করা কিউইরা শেষ ৩ ম্যাচে টানা হেরে কিছুটা ব্যাকফুটে রয়েছে। তবে এখন হারের থেকেও ব্ল্যাক ক্যাপসদের বড় দুশ্চিন্তার বিষয় হলো, দলে ক্রিকেটারদের ইনজুরি সমস্যা। সমস্যার প্রকটতা এতই বেশি যে, পাকিস্তানের বিপক্ষে আগামী ম্যাচ নিয়েও কিছুটা শঙ্কা রয়েছে।

বিশ্বকাপের গ্রুপ পর্বে টানা ম্যাচ খেলার ধকল দলগুলো ভাল মতই টের পাচ্ছে। তবে সবচেয়ে বড় ভুক্তভোগী হয়তো নিউজিল্যান্ড। চোটাক্রান্ত অধিনায়ক কেইন উইলিয়ামসনকে নিয়েই বিশ্বকাপের দল ঘোষণা করেছিল নিউজিল্যান্ড।

বাংলাদেশের বিপক্ষে ম্যাচে চোট থেকে ফিরে ব্যাটিংয়ের সময় ম্যাচেই আবার চোটে পড়েন তিনি। এরপর আরও দু’জন কিউই ক্রিকেটার ইনজুরিতে পরেন। আর এই ইনজুরি তালিকায় পেসার ম্যাট হেনরি হলো নতুন সংযোজন। একই দিনে অলরাউন্ডার জিমি নিশামও চোট পেয়েছেন। সব মিলিয়ে ১৫ সদস্যের স্কোয়াডে ১০ জনই চোটাক্রান্ত। বাধ্য হয়েই তাই কিউই পেস বোলার কাইল জেমিসনকে বিশ্বকাপে উড়িয়ে এনেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

অবশ্য গত ম্যাচেই সদ্য চোট কাটিয়ে দলে ফিরেছেন পেসার টিম সাউদি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ডান পায়ের হাড়ে চোট পান লোকি ফার্গুসন। মূলত তার বদলি হিসেবেই দলে জায়গা পান সাউদি। এছাড়া মিডল অর্ডার ব্যাটসম্যান চ্যাপম্যান পায়ের পেশিতে চোট পাওয়ায় শেষ দু’ম্যাচ মাঠে ছিলেন না।

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রত্যাশা, আগামী শনিবার পাকিস্তানের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে লোকি ফার্গুসন এবং জিমি নিশাম খেলতে পারবেন। নিশামের এক্স-রে রিপোর্টে কবজিতে কোন চিড় ধরা না পরলেও পেসার ম্যাট হেনরির অবস্থা আশা জাগানিয়া না। তাই বিকল্প হিসেবে এই সংকটাকীর্ণ পরিস্থিতিতে কাইল জেমিসনকে ভারতে উড়িয়ে এনেছে নিউজিল্যান্ত ক্রিকের বোর্ড।

 

আরও পড়ুন: গ্রায়েম স্মিথের চোখে বিশ্বকাপের ফাইনালিস্ট যারা

ক্রিফোস্পোর্টস/০২নভেম্বর২৩/এমএস/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট