Connect with us
ক্রিকেট

গ্রায়েম স্মিথের চোখে বিশ্বকাপের ফাইনালিস্ট যারা

World Cup finalists in Graeme Smith's eyes
গ্রায়েম স্মিথ। ছবি- সংগৃহীত

 

জমে উঠেছে ওডিয়াই বিশ্বকাপের ১৩ তম আসর। এরই মধ্যে শেষ হয়ে গেছে অর্ধেকের বেশি ম্যাচ। আর পয়েন্ট টেবিলের লড়াইটাও জমে উঠেছে দারুণভাবে। তবে শেষ পর্যন্ত কোন কোন দল পৌছাবে ফাইনালের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে তা নিয়েও চলছে বিভিন্ন ভবিষ্যদ্বাণী।

সম্প্রতি বিশ্বকাপের ফাইনালে কারা খেলবে তা নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন সাবেক দক্ষিণ আফ্রিকান অধিনায়ক গ্রায়েম স্মিথ। তার চোখে বিশ্বকাপের ফাইনালে খেলবে ভারত ও দক্ষিণ আফ্রিকা।

গ্রায়েম স্মিথ তার ভবিষ্যদ্বাণীতে স্বাগগতিক ভারতের অনেক প্রশংসা করেন। ফাইনালে দৌড়ে ভারতকেই সবার উপরে রাখেন তিনি। তবে ভারতকে উপরে না রেখেও কোন উপায় নেই। কারণ তারা এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলে ছয়টিতেই অপরাজিত তারা।

ভারতের পর দুইয়ে রেখেছেন নিজ দেশ দক্ষিণ আফ্রিকাকে। কেননা ভারতের পাশাপাশি এখন পর্যন্ত এই আসরের সবচেয়ে সফল দল দক্ষিণ আফ্রিকা। আগামী ৫ই নভেম্বর কলকাতায় এই শীর্ষ দুটি দল মুখোমুখি হবে।

ভারত ও দক্ষিণ আফ্রিকার পাশাপাশি স্মিথ শীর্ষ তিন ও চারে দেখছেন নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়াকে। তিনি মনে করেন এই চারটি দলই খেলবে নক-আউট পর্বে।

চলমান বিশ্বকাপে এরই মধ্যে ৩২টি ম্যাচ সম্পন্ন হয়েছে। বিশ্বকাপের এই পর্যায়ে পয়েন্ট টেবিলের শীর্ষ চারের মধ্যে রয়েছে এই চারটি দলই।

আরও পড়ুন: বিশ্বকাপের পরই অবসরে যাচ্ছেন ডেভিড উইলি

ক্রিফোস্পোর্টস/০১নভেম্বর২৩/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট