Connect with us
ক্রিকেট

পাকিস্তান থেকে সরিয়ে নেওয়া হবে চ্যাম্পিয়ন্স ট্রফি!

Champions Trophy 2025
পাকিস্তান থেকে সরিয়ে নেয়া হবে চ্যাম্পিয়ন্স ট্রফি! ছবি- সংগৃহীত

২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির সুবাধে দীর্ঘ সময় পর বড় কোন আইসিসি টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে পাকিস্তানে। তবে তা হওয়া নিয়েও এবার দেখা দিয়েছে সংশয়। ভারতের বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুসারে, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের অধিকার হারাতে পারে পাকিস্তান।

পরপর দুই বছর পাকিস্তানের মাটিতে দুইটি বৈশ্বিক টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ২০২৩ সালে এশিয়া কাপ এবং ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে ভারতের অসম্মতিতে এশিয়া কাপ পুরোপুরিভাবে আয়োজন করতে পারেনি পাকিস্তান। শ্রীলংকার সাথে যৌথভাবে এশিয়া কাপ আয়োজন করে পাকিস্তান, যেখানে কেবল ৪ টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল বাবর আজমদের ঘরের মাটিতে।

এশিয়া কাপের ধারাবাহিকতায় পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিয়েও অসম্মতি রয়েছে ভারতের। তাই এবার নতুন করে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) থেকে দুঃসংবাদ পেতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নিরাপত্তার কারণে পাকিস্তান থেকে সরিয়ে নেওয়া হতে পারে ‘২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি’।

ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, ভারত ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে কিনা তা নির্ভর করছে সরকারের ওপর। সরকার ছাড়পত্র দিলেই পাকিস্তানে খেলতে যাবে ভারত। তাই গুঞ্জন উঠেছে পাকিস্তান থেকে সরিয়ে নেওয়া হবে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি।

পাকিস্তান থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি সরিয়ে নেওয়া হয় তাহলে তা মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাতে অথবা এশিয়া কাপের মতো হাইব্রিড মডেল অনুসারে ভারতের ম্যাচ গুলো আরব আমিরাতে এবং অন্যান্য দলের ম্যাচগুলো পাকিস্তানে অনুষ্ঠিত হতে পারে।

আরও পড়ুন: ফুলটস বলে শান্তর বাজেভাবে আউট হওয়া নিয়ে জয়ের মন্তব্য

ক্রিফোস্পোর্টস/২৮নভেম্বর২৩/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট