Connect with us
ফুটবল

২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের প্রথম ২ ম্যাচ চূড়ান্ত

2026 world cup bangladesh
২০২৬ বিশ্বকাপের লোগো এবং বাংলাদেশ ও মালদ্বীপ ফুটবল দলের লোগো (ছবি- গুগল)

আগামী ২০২৬ সালে বসবে বিশ্বকাপ ফুটবলের পরবর্তী আসর। এই আসরের প্রাথমিক বাছাইয়ে চেনা প্রতিপক্ষই পেয়েছে বাংলাদেশ। সবশেষ সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে যাদেরকে উড়িয়ে দিয়েছিলো হাভিয়ের কাবরেরার দল, সেই মালদ্বীপের বিপক্ষেই বাছাইয়ের প্রথম ধাপে লড়বে বাংলাদেশ।

বিশ্বকাপের বাছাইয়ে হোম ও অ্যাওয়ে ভিত্তিতে ম্যাচ দুটি খেলবে বাংলাদেশ ও মালদ্বীপ। প্রথমটি হবে ১২ অক্টোবর মালদ্বীপে, দ্বিতীয়টি বাংলাদেশ ১৭ অক্টোবর।

মালয়েশিয়ার কুয়ালালামপুরে বিশ্বকাপ বাছাইয়ের এশিয়া অঞ্চলের প্রিলিমিনারি রাউন্ডের প্রথম ধাপের ড্র অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। র‌্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশ ছিলো ২ নম্বর পটে। মালদ্বীপের জায়গা হয় পট ১-এ।

প্রথম ধাপের দুই লেগের লড়াইয়ে আরও মুখোমুখি হবে ১৮টি দেশ। বিজয়ী ১০ দল বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডে ৩৬ দলের গ্রুপ পর্বে খেলার সুযোগ পাবে। ৯ গ্রুপে ভাগ হয়ে লড়বে দেশগুলো। বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডের কাধা পার হতে পারলে আরও পাঁচটি ম্যাচ খেলার সুযোগ পাবে।

সর্বশেষ ভারতে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপপর্বে মালদ্বীপের কাছে পিছিয়ে পড়ে ৩-১ গোলে জিতেছিলো বাংলাদেশ। পরে সেমিফাইনালেও খেলেছিলো জামাল ভুঁইয়ারা।

আরও পড়ুন: ভারতের সিরাজ, পাকিস্তানের শাকিল পেলেন আইসিসির সুখবর

ক্রিফোস্পোর্টস/২৭জুলাই২৩/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল