Connect with us
ফুটবল

পিএসজির ‘মূল দলের’ অনুশীলনে নেই এমবাপে

PSG Mbappe
পিএসজিতে কী বিষণ্ণ কিলিয়েন এমবাপে? (ছবি- মারকা)

কোথায় থিতু হবেন কিলিয়েন এমবাপে? ফ্রান্সেই কী তার ভবিষ্যৎ অবস্থান হবে? নাকি পাড়ি জমাবেন অন্য কোনো দেশে? এসব প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে ফুটবল ভক্তদের মনে, তখন হঠাৎ সামনে হাজির এক খবর। পিএসজিতে ‘দ্বিতীয় সারির দলের’ সাথে প্র্যাকটিস করছেন এমবাপে। নেই ‘মূল দলের’ অনুশীলনে।

প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) এর সূত্রে ইএসপিএন এক খবরে বলেছে, পিএসজির নতুন কোচ লুইস এনরিকের ভবিষ্যৎ পরিকল্পনা নেই যেসব খেলোয়াড়, তাদের সঙ্গে প্র্যাকটিস করেছেন এমবাপে।

ওই দলে এমবাপের সঙ্গে প্র্যাকটিসে আরও ছিলেন মিডফিল্ডার জর্জিনিয়ো ভেইনালডাম, লিওনান্দ্রো পারাদেস। দলের প্রাক-মৌসুম সফরেও রাখা হয়নি তাকে। মূল দল যখন প্রস্তুতি নিতে জাপানে আছে, তখন এমবাপে বেঞ্চের দল নিয়ে ঘাম ঝরাচ্ছেন।

পিএসজিতে অনিশ্চিত ভবিষ্যতের মাঝেও বসে নেই ফরাসি তারকা এমবাপে। ক্লাবটির ‘মূল দলের বাইরের’ খেলোয়াড়দের সঙ্গে অনুশীলন করছেন তিনি। গত মঙ্গলবার (২৫ জুলাই) জাপানে প্রীতি ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসরের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ফরাসী জায়ান্টরা।

২০২৪ সালে পিএসজির সঙ্গে এমবাপের চুক্তির মেয়াদ শেষ হবে। চুক্তি নবায়নে রাজি হচ্ছেন না এমবাপে। এ কারণে পিএসজি সভাপতি নাসের আল-খেলাইফি জানিয়েছেন, চুক্তি নবায়ন না করলে এই গ্রীষ্মেই ক্লাব ছাড়তে হবে তাকে। এদিকে ইউরোপীয় মিডিয়া বলছে, গত সোমবার এমবাপের জন্য পিএসজিকে ৩০ কোটি ইউরোর প্রস্তাব দিয়েছে আল হিলাল।

আরও পড়ুন: অবশেষে নিষিদ্ধ ভারত অধিনায়ক, খেলা হবে না এশিয়া কাপের ২ ম্যাচ

ক্রিফোস্পোর্টস/২৬জুলাই২৩/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল