Connect with us
ফুটবল

সৌদি ক্লাব আল হিলালকে না বলে দিলেন এমবাপ্পে

আল হিলাল ও কিলিয়ান এমবাপ্পে
সৌদি ক্লাবটিতে যাওয়া নিয়ে আপাতত কোনো আগ্রহই দেখা যাচ্ছে না এমবাপ্পের মধ্যে। ছবি- গুগল

চলমান দল-বদলের মৌসুমে ফরাসি সুপারস্টার এমবাপ্পে এখন হটকেক! পিএসজির সাথে সময়টাও ভালো কাটছে না এই ফরাসি ফরোয়ার্ডের। এই সুযোগে, তাকে দলে নিতে রেকর্ড ৩০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়ে ইতোমধ্যেই হইচই ফেলে দিয়েছে সৌদি আরবের পেশাদার ক্লাব আল হিলাল।

তবে, সৌদি ক্লাবটিতে যাওয়া নিয়ে আপাতত কোনো আগ্রহই দেখা যাচ্ছে না এমবাপ্পের মধ্যে। ফরাসি দৈনিক এল’ইকুইপির বরাতে জানা গিয়েছে, আল হিলাল ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে কোনো ধরনের আলোচনাই করতে চাচ্ছেন না এমবাপ্পে।

জানা যায়, বুধবার এমবাপ্পের সঙ্গে আলোচনা ও ফ্রান্সের জেনিথ সেন্ট পিটার্সবার্গ থেকে ব্রাজিলিয়ান ম্যালকমকে দলে নেওয়ার বিষয়টি চূড়ান্ত করতে প্যারিসে আসে আল হিলালের একটি প্রতিনিধিদল। তবে সৌদি আরবের নামকরা এই ক্লাবের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করতে অস্বীকৃতি জানায় পিএসজির তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে।

ফরাসি ক্লাবটির সাথে সময়টা আপাতত ভালো যাচ্ছে না পিএসজির তারকা ফরোয়ার্ড এমবাপ্পের। গত সপ্তাহে জাপান ও দক্ষিণ এশিয়ান সফর থেকে বাদ দিলে তাদের সম্পর্ক নতুন করে আলোচনার জন্ম দেয়।

প্রসঙ্গত, পিএসজির সঙ্গে এমবাপ্পের চুক্তির মেয়াদ বাকি আর এক বছর । তাই, আগামী গ্রীষ্মে ফ্রি টান্সফারে না ছেড়ে এই মৌসুমেই কোনো একটা সিদ্ধান্ত নিতে চাচ্ছে পিএসজি। ধারণা করা হচ্ছে,পিএসজির সঙ্গে কোনো ধরনের সমাধানে আসতে না পারলে পুরো বছরই হয়তো তাকে দলের বাইরে থাকতে হতে পারে। এদিকে, গত মৌসুম থেকেই এমবাপ্পের প্রতি আগ্রহ জানিয়ে আসছে রিয়াল মাদ্রিদ।

আরও পড়ুন: বিদেশি লিগে আশরাফুল ঝড়, ৪০ বলে করলেন ১১৮ রান

ক্রিফোস্পোর্টস/২৮জুলাই২৩/এমএইচ/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল