Connect with us
ক্রিকেট

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ড-শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ

বিশ্বকাপের প্রস্তুতি
২৯ সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ২ অক্টোবর বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ছবি- সংগৃহীত

৫ অক্টোবর থেকে ভারতের মাটিতে শুরু হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের মূল আসর শুরুর আগে অংশগ্রহণকারী ১০ দলের প্রতিটিই খেলবে দুটি করে প্রস্তুতি ম্যাচ। এরই অংশ হিসেবে আগামী ২৯ সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ২ অক্টোবর বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

এরই মধ্যে প্রস্তুতি ম্যাচের এই দিনক্ষণ প্রকাশ করেছে আইসিসি। গুয়াহাটির বারসাপারা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশের দুটি প্রস্তুতি ম্যাচ।

টাইগারদের প্রথম প্রস্তুতি ম্যাচের দিনে থিরুভানান্থাপুরামের গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। আর হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে পাকিস্তান-নিউজিল্যান্ড প্রস্তুতি ম্যাচ খেলবে।

পাকিস্তানের অপর প্রস্তুতি ম্যাচটি অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ অক্টোবর। বিশ্বকাপের আয়োজক ভারত দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ইংল্যান্ড এবং নেদারল্যান্ডসের বিপক্ষে। এর মধ্যে থিরুভানান্থাপুরামে ভারত-নেদারল্যান্ডস আর গুয়াহাটিতে ৩০ সেপ্টেম্বর তারা ইংল্যান্ডের মুখোমুখি হবে।

উল্লেখ্য, ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে বাংলাদেশ।

আরও পড়ুন: আবারও বাবা হলেন পেসার তাসকিন

ক্রিফোস্পোর্টস/২৪আগস্ট২৩/এমএইচ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট