Connect with us
ফুটবল

দীর্ঘদিন পর মুখোমুখি হচ্ছে ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী

Brazil vs Argentina
ব্রাজিল-আর্জেন্টিনা। ছবি- সংগৃহীত

ফুটবল ইতিহাসে দুইটি বড় বড় নাম হচ্ছে ব্রাজিল ও আর্জেন্টিনা। আর দক্ষিণ আমেরিকার এই দল দুটি অনেক আগে থেকেই একে অপরের প্রতিদ্বন্দ্বী। ব্যাটল অব দ্যা আমেরিকানস বা সুপার ক্লাসিকোতে দীর্ঘদিন পর মুখোমুখি হতে যাচ্ছে এই দুইটি দল।

সবশেষ ২০২১ সালে মুখোমুখি হয়েছিলো ব্রাজিল ও আর্জেন্টিনা। এরপর আর মুখোমুখি হয়নি এই দুই দল। মাঝে ২০২২ সালে দুই দলের মুখোমুখি হওয়ার কথা থাকলেও দুই বোর্ডের ঝামেলার কারণে বাতিল হয় সে ম্যাচ।

তবে চলতি মাসেই প্রায় দুই বছর পর মুখোমুখি হতে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দল। আগামী ২২ নভেম্বর ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বের ৬ষ্ঠ রাউন্ডের ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল। ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে।

সবশেষ পাঁচ দেখায় উভয়ই দুটি করে ম্যাচ জিতেছে আর বাকি একটি ম্যাচ ড্র হয়েছে। তবে সাম্প্রতিক সময়ে তেমন ভালো ছন্দে নেই ব্রাজিল। বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে হেরে বাদ হওয়ার পর থেকে কিছুটা নড়বড়ে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
বাছাই পর্বের গত ম্যাচেও হেরেছে উরুগুয়ের সাথে। তাছাড়া ইনজুরির কারণে কয়েক মাসের জন্য দল থেকে ছিটকে গেছেন নেইমার জুনিয়র। যা দলকে অনেকটা ভোগাবে।

অপরদিকে ২০২২ বিশ্বকাপ জয়ের পর থেকেও দারুন খেলে যাচ্ছে আর্জেন্টিনা দল। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে মেসিরা। আর সমান ম্যাচ খেলে ৭ পয়েন্ট নিয়ে তিন নাম্বারে রয়েছে সেলেসাওরা।

আরও পড়ুন: একটুর জন্য শচীনকে ‘ছোঁয়া’ হলো না কোহলির

ক্রিফোস্পোর্টস/০২নভেম্বর২৩/এমটি

 

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল