Connect with us
ক্রিকেট

ধোনিকে জীবনেও ক্ষমা করবেন না যুবরাজের বাবা, নেপথ্য কী?

crifo DHONI YUVI
ধোনি ও যুবরাজের মধ্যে শত্রুতা যেন অনেকটা প্রকাশ্যেই

ভারতীয় ক্রিকেট ইতিহাসে সফল নাম মাহেন্দ্র সিং ধোনি। অন্যদিকে আরেকটা সফল তারকা যুবরাজ সিং। নিঃসন্দেহে দু’জনেই ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি। ২০০৭ থেকে ২০১৩ পর্যন্ত আইসিসি ইভেন্টে ধোনি-যুবরাজ জুটিতে জোড়া বিশ্বকাপ জিতেছে ভারত। কিন্তু তাদের মধ্যে এমন কী ঘটলো যে যুবরাজের বাবার সাথে ধোনির এতো ঝামেলা কী নিয়ে বাঁধলো?

ধোনি-যুবরাজের সম্পর্কও বেশ ভালো ছিল ক্রিকেটীয় জীবনে। কিন্তু ধোনির ভারতীয় দলের শেষের অধ্যায় যতটা বর্ণময় ছিল, ততটা ছিল না যুবরাজের। তবে ধোনির বাবা ও সাবেক ক্রিকেটার বরাবরই ধোনির ‘স্বঘোষিত শত্রু’! যোগরাজ মনে করেন যে, তার ছেলে আরও অনেক উঁচুতে উঠতে পারতেন, কিন্তু ধোনির জন্যই নাকি এটা সম্ভব হয়নি।

এবার আরও একবার ধোনিকে আক্রমণ করলেন যুবরাজের বাবা যোগরাজ সিং। সম্প্রতি এক পডকাস্টে গরম মেজাজে যোগরাজ জানান, ‘আয়নায় নিজের মুখ দেখুক ধোনি, জীবনে আমি ওকে ক্ষমা করব না। ও অনেক বড় ক্রিকেটার। তবে আমার ছেলের সঙ্গে যা করেছে, সেটাই এখন ঘটছে ওর সঙ্গে। আমি কিছুতেই ওকে ক্ষমা করতে পারব না।’

আরও পড়ুন :

» জাকিরের ঝড়ো ব্যাটিংয়ে স্বস্তিতে বাংলাদেশ, এর পরই হঠাত খেলা স্থগিত

» রাওয়ালপিন্ডি টেস্ট : পঞ্চম দিনে বৃষ্টির সম্ভাবনা কতটুকু?

এ সময় যোগরাজ বলেন, ‘জীবনে দু’টি কাজ করিনি কখনও। প্রথমত, যে আমার সঙ্গে অন্যায় করেছে তাকে আমি কখনও ক্ষমা করি না এবং দ্বিতীয়ত আমি জীবনে কখনই তাদের জড়িয়ে ধরি না। সে আমার পরিবারের সদস্য হোক বা আমার সন্তান।’

এবারের আইপিএল নিয়ে অভিযোগ তুলে যোগরাজ বলেন, চেন্নাই আইপিএল চব্বিশ হেরেছে। কেন তারা হেরেছে? তুমি যা ফলন করবে, সেটাই তোমাকে কাটতে হবে। আইসিসির অ্যাম্বাসেডর হয়েছে যুবরাজ। আর সেই ঈর্ষান্বিত ধোনি এখন কোথায়? এমনকি সে যুবরাজের সঙ্গে হাতও মেলাননি। ঠিক সেই কারণেই এ বছর চেন্নাই ব্যর্থ হয়েছে।’ সূত্র জিনিউজ ২৪

ক্রিফোস্পোর্টস/২সেপ্টেম্বর২৪/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট