Connect with us
ক্রিকেট

রাওয়ালপিন্ডি টেস্ট : পঞ্চম দিনে বৃষ্টির সম্ভাবনা কতটুকু?

Rawalpindi Test: What is the probability of rain on the fifth day?
চতুর্থ দিনের শেষ সেশনে বাগড়া দেয় বৃষ্টি। ছবি- সংগৃহীত

বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্টের প্রথম দিন বাগড়া দেয় বৃষ্টি। ফলে প্রথম দিন মাঠে গড়ায়নি কোনো বল। এরপর দ্বিতীয় ও তৃতীয় দিনে যথাযথভাবে খেলা অনুষ্ঠিত হলেও চতুর্থ দিনে আবারও প্রভাব ফেলেছে আবহাওয়া। আজ সোমবার (২ সেপ্টেম্বর) দিনের তৃতীয় সেশনে প্রথমে আলোকস্বল্পতা, পরে বৃষ্টির কারণে খেলা পণ্ড হয়। যার কারণে দিনের শেষ সেশনে কেবল ১ ওভার ব্যাট করার সুযোগ পায় বাংলাদেশ।

পাকিস্তানের দেয়া ১৮৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৭ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৪২ রান তুলেছে টাইগাররা। আগামীকাল (মঙ্গলবার) বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ১৪৩ রান। অন্যদিকে পাকিস্তানের জয় পেতে তুলে নিতে হবে ১০ উইকেট।

তবে শেষ দিনে বাংলাদেশের জন্য পাকিস্তানের বোলারদের চেয়েও বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি। রাওয়ালপিন্ডিতে ফলাফল নির্ধারণী দিনেও চোখ রাঙাচ্ছে বৃষ্টি।

আরও পড়ুন:

» পিন্ডি টেস্টে বাংলাদেশের সামনে ইতিহাস গড়ার সুযোগ

» নাহিদের রেকর্ড, বাংলাদেশের ইতিহাসে এমন নজির আর কারো নেই 

আকুওয়েদারের দেওয়া পূর্ভাবাস বলছে, আগামীকাল (মঙ্গলবার) সকাল থেকেই রাওয়ালপিন্ডিতে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, মাঝে মাঝে রোদেরও দেখা মিলতে পারে। তবে সকালের চেয়ে বিকেলের দিকের আবহাওয়া কিছুটা ভালো থাকার সম্ভাবনা রয়েছে।

এর আগে প্রথম টেস্টেও বাধা দিয়েছিল বৃষ্টি। তবে পঞ্চম দিনেই সমাপ্ত হয়েছে ম্যাচটি। ১০ উইকেটের বিশাল ব্যবধানে জয় পেয়েছিল বাংলাদেশ। এবার দ্বিতীয় টেস্টেও জয় তুলে নিয়ে পাকিস্তানকে ২-০ ব্যবধানে সিরিজ হারিয়ে ইতিহাস গড়ার সুযোগ হাতছানি দিচ্ছে বাংলাদেশের সামনে। তাই আগামীকালের খেলা মাঠে গড়াবে, এমনটাই প্রত্যাশা দেশের ক্রিকেটপ্রেমীদের।

ক্রিফোস্পোর্টস/২সেপ্টেম্বর২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট