Connect with us
ক্রিকেট

নাহিদের রেকর্ড, বাংলাদেশের ইতিহাসে এমন নজির আর কারো নেই

Nahid rana
অনন্য একটি রেকর্ড যুক্ত করেছেন নাহিদ রানা। ছবি- সংগৃহীত

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে স্বপ্ন বুনছে লাল-সবুজের প্রতিনিধিরা। সেই স্বপ্ন সত্যি হলে গড়বে ইতিহাস। ক’দিন আগেই সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে হারিয়ে দেশটির বিপক্ষে লাল বলে প্রথম জয় পায় বাংলাদেশ। এবার হাতছানি দিচ্ছে— ইতিহাস গড়া সিরিজ জয়ের। অপেক্ষা এক দিনের, হাতে আছে ১০ উইকেট রান প্রয়োজন ১৪৩।

তবে এই স্বপ্ন ছোঁয়ার পথ মসৃণ করেছেন টাইগার পেসাররা। দ্বিতীয় পিন্ডি টেস্টে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে ব্যাটারদের উপর দিয়ে ঝড় বইয়ে দিয়েছেন বাংলাদেশের পেসাররা। হাসান মাহমুদের ৫ উইকেট, নাহিদ রানা ৪টি ও তাসকিনের ১ উইকেটে ১৭২ রানে থামে শান-বাবরদের রানের চাকা।

বাংলাদেশকে স্বপ্ন দেখানোর দিনে নিজের নামের পাশে অনন্য একটি রেকর্ড যুক্ত করেছেন নাহিদ রানা।

এদিন দ্রুত গতির বল করার রেকর্ড গড়েছেন এই তরুণ তুর্কি। ঘণ্টায় ১৫২ কিলোমিটার গতিতে বল ছুড়েছেন ডানহাতি এই পেসার। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে এমন নজির আর কারো নেই।

আরও পড়ুন : 

» জাকিরের ঝড়ো ব্যাটিংয়ে স্বস্তিতে বাংলাদেশ, এর পরই হঠাত খেলা স্থগিত

» ক্রিস গেইলের বিশ্ব রেকর্ড ভাঙলেন তারই স্বদেশী

এর আগে বাংলাদেশের পেসারদের মধ্যে কেউই ১৫০ গতিতে বোলিং করতে পারেননি। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৪৯.৫ কিলোমিটার গতিতে বল করে রেকর্ড গড়েছিলেন পেসার রুবেল হোসেন। এবার সেই রেকর্ডের ভাগ বসালেন নাহিদ রানা। সেই সঙ্গে প্রথম বাংলাদেশি হিসাবে ১৫০ এর কোটাও স্পর্শ করেছেন এই পেসার।

Bangladesh  vs pakistan Test

পিন্ডি টেস্টে বাংলাদেশ। ছবি- সংগৃহীত

এদিন পাকিস্তানি কাপ্তান শান মাসুদ ও বিশ্বের অন্যতম সেরা ব্যাটার বাবর আজমকে প্যাভিলিয়নের পথ দেখান ডানহাতি এই পেসার। এছাড়া প্রথম টেস্টে প্রথম ইনিংসে সেঞ্চুরি করা সউদ শাকিল ও আবরার আহমেদেরও উইকেট শিকার করেছেন তিনি।

দ্রুত গতিতে বল করে চাঁপাইনবাবগঞ্জ এক্সপ্রেস নামে ক্রিকেট পাড়ায় পরিচিত হয়ে উঠছেন নাহিদ।

সংক্ষিপ্ত স্কোর :

পাকিস্তান : প্রথম ইনিংস— ২৭৪/১০, দ্বিতীয় ইনিংস : ১৭২/১০
বাংলাদেশ : প্রথম ইনিংস— ২৬২/১০, দ্বিতীয় ইনিংস : ৪২/০
টার্গেট : পঞ্চম দিনে বাংলাদেশের প্রয়োজন ১৪৩ রান, পাকিস্তানের ১০ উইকেট।

ক্রিফোস্পোর্টস/২সেপ্টেম্বর২৪/এইচআই/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট